Ajker Patrika

কুমারখালীতে মিছিল করে মনোনয়নপত্র জমা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ১৯
কুমারখালীতে মিছিল করে মনোনয়নপত্র জমা

কুষ্টিয়ার কুমারখালীতে বইছে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী হাওয়া। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নন্দলাল ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী নওশের আলীর বিরুদ্ধে।

২০১৬ সালের ইউপি নির্বাচনী বিধিমালার ১১ নম্বর ধারা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো ধরনের মিছিল কিংবা মহড়া করা যাবে না। অথচ গতকাল দুপুরে কুমারখালী উপজেলা চত্বর ও নির্বাচন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নওশের আলী শত শত নেতা-কর্মী, ব্যান্ড পার্টি ও গাড়িবহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। ভোটের মাঠ উত্তপ্ত করার লক্ষ্যেই তিনি এমন কাজ করেছেন বলে দাবি এলাকার সাধারণ মানুষের।

এদিকে নওশের আলীর বিরুদ্ধে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন। তিনি বলেন, ‘নওশের আলী গতকাল সকালে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আমার সমর্থকদের হাত-পা ভেঙে দেওয়াসহ তাঁর বিরুদ্ধে নির্বাচন করলে সমস্যা হবে বলে হুমকি দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত নওশের আলীকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এখন কথা বলতে পারব না।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, ‘গতকাল দুপুরে নওশের আলী আমার অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু অফিসের বাইরে তার কতজন সমর্থক ও নেতা-কর্মী ছিলেন তা আমার জানা নেই। প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা ব্যবস্থা নিতে পারবেন। এ ক্ষেত্রে নির্বাচন কার্যালয় যদি প্রশাসনিক সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচনী সহিংসতা এড়াতে মনিটরিং সেল গঠন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত