Ajker Patrika

নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে ভিড়

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২: ০৬
নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীতে ভিড়

করোনা সংকট কাটিয়ে ময়মনসিংহের নারী উদ্যোক্তাদের একদিনের পণ্য প্রদর্শনী সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। ময়মনসিংহ ই-কমার্স কার্টের উদ্যোগে নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে গত শুক্রবার সকাল ১০টা থেকে পণ্য প্রদর্শনী শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামূল হক টিটু। মেলায় ৬২ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভিড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের সার্থকতা। ভবিষ্যতে আরও বড় পরিসরে পণ্য প্রদর্শনীর আয়োজন করা হবে।

মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নারীদের এমন উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাসী করে তুলবে। তাঁদের যে কোনো ধরনের সহযোগিতায় সিটি করপোরেশন পাশে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত