Ajker Patrika

নির্বাচন ঘিরে জমজমাট চায়ের দোকান

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯: ১৩
নির্বাচন ঘিরে জমজমাট চায়ের দোকান

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন চা দোকানদাররা। দোকানে বেড়েছে মানুষের ভিড়। বেড়েছে বেচাবিক্রির পরিমাণ। দোকানদাররা বলছেন, অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি চা বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী উপজেলা পরিষদের সামনের চায়ের দোকানগুলোতে বেড়েছে চা বিক্রি। চা দিতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। তিল পরিমাণ বসার জায়গা নেই।

উপজেলা পরিষদের গেটের ভেতরের চা বিক্রেতা মোয়াজ্জেম হোসেন বলেন, গত ১৪ অক্টোবর তফসিল ঘোষণার পর থেকেই বেড়েছে চা বিক্রি। আগে দিনে চা বিক্রি হতো ১০০ থেকে ১৫০ কাপ। তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম নিতে আসছের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। তাঁদের সঙ্গে আসা লোকজন ভিড় জমাচ্ছেন চা দোকানগুলোতে। এখন প্রতিদিন গড়ে ৭০০ থেকে এক হাজার কাপ চা বিক্রি হচ্ছে।

উপজেলা পরিষদের গেটের সামনের চা দোকানদার জাহাঙ্গীর বলেন, নির্বাচনকে ঘিরে বেড়েছে চা বিক্রি। প্রতিদিন দোকানে প্রায় ৭ থেকে ১০ হাজার টাকার বেচাবিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ফাতেমা দোজা চাকরি থেকে বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত