Ajker Patrika

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজকে শোকজ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ৫৪
ই-কমার্স প্রতিষ্ঠান দারাজকে শোকজ বাণিজ্য মন্ত্রণালয়ের

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে চিঠি (শোকজ) পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দারাজের ঠিকানায় এ কারণ দর্শানোর চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান। ই-কমার্সবিষয়ক নীতিমালা না মেনে এক টাকার গেম ক্যাম্পেইন চালু করার কারণে এই নোটিশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চিঠির জবাব দিতে দারাজকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে, ৭ নভেম্বর এক টাকার গেম ক্যাম্পেইন বন্ধ করতে দারাজকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এরপর দারাজ সেই ক্যাম্পেইন সাময়িকভাবে বন্ধ করলেও পুনরায় তা চালু করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত সচিব শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা যে এক টাকার গেম করছে, তা বন্ধ করার জন্য আমরা গত রোববার দারাজকে চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা আবার সেটা চালু করেছে। এ জন্য আজকে (বৃহস্পতিবার) শোকজ করা হয়েছে।’

শফিকুজ্জামান জানান, সিআইডি থেকে দারাজের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দারাজের ফেসবুক পেজে এখনো এক টাকার গেম চলছে।

এ বিষয়ে জানতে দারাজের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে তারা লিখিতভাবে প্রশ্ন পাঠাতে বলে। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো উত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (ই-ক্যাব) দারাজকে এক টাকার গেম বন্ধ না করায় চিঠি দেবে বলে জানিয়েছেন সংগঠনটির মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মৌখিকভাবে দারাজকে বলেছিলাম অফারটি বন্ধ করতে। আমরা সবাইকেই প্রথমে মৌখিকভাবে বলি। এরপরও বন্ধ না হলে আমরা লিখিত নোটিশ পাঠাই। এ ক্ষেত্রেও সেটি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত