Ajker Patrika

জয়ের পর প্রতিপক্ষের ঘরে হামলা

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১১: ৩৪
জয়ের পর প্রতিপক্ষের ঘরে হামলা

পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিপক্ষের আশ্রয়ণের ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া আশ্রয়ণের এসব ঘরে বাস করতেন এক ইউপি সদস্যের সমর্থকেরা। ওই ইউপি সদস্যের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে জয়লাভ করার পরই হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ঘর ও ঘরের আসবাব।

হামলার ভয়ে আশ্রয়ণ ছেড়েছেন বেশির ভাগ পুরুষ। এ ছাড়া পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে মিঠু ফকির নামে এক সমর্থককে। নির্বাচনের জের ধরে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০টি উপহারের ঘর।

পিরোজপুরের পাড়েরহাট ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফল ঘোষণার পরপরই বিজয়ী ইউপি সদস্য আবুল কালাম ফরাজির লোকজন হামলা চালায়। আশ্রয়ণের ধরে থাকতেন পরাজিত ইউপি সদস্য মহসিন হাওলাদার। এখানে অনেকেই তাঁর সমর্থক। এ কারণে কালাম ফরাজির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ মহসিনের। এ সময় ঘরে তেমন কোনো পুরুষ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তবে গত শুক্রবার সন্ধ্যায় আশ্রয়ণের ঘরের কাছেই কালাম ফরাজির বিজয় মিছিল থেকে মিঠু ফকির নামে মহসিনের এক সমর্থকের ওপর হামলা চালানো হয়। এতে মিঠু ফকির গুরুতর আহত করা হয়েছেন। মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।

মহসিন হাওলাদার জানান, নির্বাচনের শুরু থেকেই তাঁর সমর্থকদের হুমকি, হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে প্রতিপক্ষ প্রার্থী। নির্বাচনের পর হামলা চালানো হয়েছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে। এ ছাড়া বিজয় মিছিল থেকে তাঁর সমর্থক মিঠুকে পিটিয়ে আহত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিজয়ী প্রার্থী আবুল কালাম ফরাজি। তিনি বলেন, ‘মহসিনের সমর্থকদের ঘরে বা আবাসনে হামলার ঘটনা মিথ্যা। আর মিঠু ফকিরই আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’

এ ছাড়া পিরোজপুরের ৩টি উপজেলায় ৮টি ইউপিতে নির্বাচনের আগে ও পরে সহিংসতার একাধিক ঘটনা ঘটলেও সংকট কাটেনি এখনো। নির্বাচনের চার দিন আগে সদর উপজেলার শংকরপাশা এলাকায় নৌকার প্রচার শেষে হামলা ও গুলিবিদ্ধ হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তাঁর স্পাইনাল কর্ডের পাশের গুলিটি ৭ দিনেও বের করা সম্ভব হয়নি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করছেন ডাক্তাররা।

এ ছাড়া ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বেশ কয়েক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। নাজিরপুরে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর বাড়িতে হামলা–ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ২ বছরের এক শিশু ও নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে। গত বৃহস্পতিবার নির্বাচনের রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মধুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। একই ওয়ার্ডের সদস্য প্রার্থী বিকাশ হালদার ও তাঁর লোকজন ওই ওয়ার্ডের সদস্য প্রবীর বিশ্বাস বাড়িতে এ হামলা করে। এলাকায় অনেকটা থমথমে পরিবেশ বিরাজ করছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, ‘ইউপি নির্বাচনে কোনো নেতাকে গুলির ঘটনা এবারই প্রথম। বিশৃঙ্খলা রোধে জেলা আওয়ামী লীগ সব সময় মাঠে আছে।’

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, আশ্রয়ণের ঘরে হামলার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত