Ajker Patrika

ঋণ নিয়ে উধাও কলেজের অফিস সহায়ক

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ১১
ঋণ নিয়ে উধাও কলেজের অফিস সহায়ক

কয়েক লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা হয়েছেন অভয়নগরের নওয়াপাড়া মহিলা কলেজের অফিস সহায়ক মহিন রায়। তিনি ব্যাংক, বেসরকারি সংস্থা ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে পরিবারসহ উধাও হয়ে গেছেন।

মহিন রায় আট মাস ধরে কলেজের কর্মস্থলেও আসছেন না। ব্যাংক ও কলেজ কর্তৃপক্ষ তাঁর স্থায়ী ঠিকানায় নোটিশ দিয়েও কোনো সারা পাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, মনিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নের ঝিকরডাঙ্গা গ্রামের মহাদেব রায়ের ছেলে মহিন নওয়াপাড়া মহিলা কলেজে অফিস সহায়ক হিসেবে নিয়োগ পান। পরে সরকারি চাকরির সুবাদে তিনি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন।

এর মধ্যে সোনালী ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ তোলেন তিনি। একই ভাবে সরখোলার এক সমিতি থেকে ৩ লাখ টাকা লোন নেন।

সোনালী ব্যাংক নওয়াপাড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এস এম শামসুদ্দিন আহমেদ বলেন, ‘মহিন আড়াই লাখ টাকা ঋণ নিয়েছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না।’

নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল বলেন, ‘তাঁকে তিন বার নোটিশ দিয়েও সাড়া মেলেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত