Ajker Patrika

এমপিওভুক্তির দাবি কলেজ শিক্ষকদের

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ১৫
এমপিওভুক্তির দাবি কলেজ শিক্ষকদের

ফুলবাড়িয়ায় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন নন-এমপিও কলেজ শিক্ষকেরা। গতকাল বুধবার সকালে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুলবাড়িয়া কলেজের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তাঁরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকেরা দ্রুত এমপিওভুক্তি চান। তাঁরা নিয়মতান্ত্রিক উপায়ে কলেজে আসবেন, কিন্তু কোনো ক্লাস নেবেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজমুল হক, ফুলবাড়িয়া (অনার্স) কলেজ ফেডারেশনের সভাপতি মাহফুজুল হক, প্রভাষক শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘কোনো কর্মকর্তা কলেজ পরিদর্শন করলে বা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলে তাঁরা বলেন, আপনার নাম, আপনি কোনো বিভাগের শিক্ষক? এমপিওভুক্ত না, নন এমপিও? এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত