Ajker Patrika

রেল খাতে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ০১
রেল খাতে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড

বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডে। গতকাল রেলভবনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ‘আমরা ইউরোপের প্রযুক্তি রেলওয়েতে কাজে লাগাতে চাই। সুইজারল্যান্ড আমাদের দেশে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সে ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করে ক্ষেত্রগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে পারবে।’

বাংলাদেশ রেলওয়েকে পুরো ঢেলে সাজানো হচ্ছে এবং সারা দেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত