Ajker Patrika

আসছে ‘গুলশান এভিনিউ ২’

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৩১
আসছে ‘গুলশান এভিনিউ ২’

আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হয়েছিল মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। এবার নির্মাণ হচ্ছে ‘গুলশান এভিনিউ-সিজন টু’। সিরিয়ালটির দ্বিতীয় সিজন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে, বাংলাভিশনে। বুধ থেকে রোববার রাত ৮টা ২০ মিনিটে বাংলাভিশনের পর্দায় এই ধারাবাহিক প্রচার হবে। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু প্রমুখ।

গুলশানের একটি বিত্তশালী পরিবারের সদস্যদের জীবনের গল্প নিয়ে এগিয়েছিল সিরিয়ালের কাহিনি। এবারের গল্পও তা-ই। গল্পের প্রয়োজনে জাঁকজমকপূর্ণ সেট, দামি পোশাক, গয়না, বিলাসী জীবনের নানা উপকরণ আর আয়োজন ধারাবাহিকটিকে জীবন্ত করে তুলবে বলে বিশ্বাস পরিচালক নিমা রহমানের। তিনি জানান, বাস্তব জীবনের প্রতিফলন দেখা যাবে এই ধারাবাহিকে। পারিবারিক টানাপোড়েন, ষড়যন্ত্র, নানা চমক এর অন্যতম বৈশিষ্ট্য। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন নিমা রহমান। নির্বাহী প্রযোজক তারিক আনাম খান। পরিচালক নিমা রহমান বলেন, ‘পুরোনোদের মধ্যে হাতে গোনা কয়েকজন। এ ছাড়া প্রায় সবই নতুন। নতুন সেট। নতুন অভিনয়শিল্পী।’

এ নাটকের মাধ্যমে লম্বা বিরতির পর পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। দীর্ঘদিন ধরে এই সিরিয়ালের গল্প লিখেছেন। এবারও লম্বা সময় দর্শকদের বিনোদন দিতে পারবেন বলে আশাবাদী তিনি। তবে হিন্দি সিরিয়ালের দৌরাত্ম্যে ‘গুলশান এভিনিউ-সিজন টু’ দর্শক কেন দেখবেন? এমন প্রশ্নে নিমা রহমান বলেন, ‘প্রথমত এর গল্প। উচ্চবিত্তের গল্প হলেও এটা বাংলাদেশের সমাজেরই গল্প। তবে গল্পের চমকের প্রতিই আমাদের বেশি নজর। আশা করছি কেউ দেখা শুরু করলে নিয়ম করে দেখবেন।’

‘গুলশান এভিনিউ ২’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ফারজানা চুমকি। তিনি বলেন, ‘নাটকের গল্পে তো নতুনত্ব আছেই, প্রতিটি চরিত্রই যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিমা আপা বেশ ধৈর্য নিয়ে নাটকটি নির্মাণ করছেন, তারিক আনাম ভাইও সহযোগিতা করছেন। শিল্পী হিসেবে নাটকটিতে কাজ করে আমি সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত