Ajker Patrika

ব্যাটারদের দেখা হবে পরীক্ষাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটারদের দেখা হবে পরীক্ষাগারে

সর্বশেষ চার এশিয়া কাপের তিনটিতেই ফাইনাল খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। টি-টোয়েন্টি সংস্করণে লম্বা সময় সাফল্যের দেখা না পাওয়া সাকিবরা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকেও ফিরলেন শূন্য হাতে।

আগামী মাসের শুরুর দিকে নিউজিল্যান্ডে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় কম, তাই দ্রুতই বিশ্বকাপের দল গুছিয়ে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরশু রাতে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের অভিযান শেষ হয় বাংলাদেশের। আজ সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে ঢাকায় ফিরবেন সাকিব-মুশফিকরা। ভাঙা মন নিয়ে ফেরার পর ১০ দিনের ছুটি। এরপর নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে ব্যাটিং সেশনে যোগ দিতে হবে ক্রিকেটারদের, যার শুরু আগামী ১২ সেপ্টেম্বর। ক্যাম্প চলবে তিন-চার দিন। আজ দলের সঙ্গে ফিরলেও শ্রীরামের ক্যাম্পে থাকছেন না সাকিব। দু-এক দিনের মধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ অধিনায়কের। সিপিএল খেললে প্রস্তুতির ঘাটতি থাকবে না বলেই মিরপুরের ক্যাম্পে তাঁর অনুপস্থিতি ভাবাচ্ছে না বিসিবিকে।

এশিয়া কাপের ব্যর্থ অভিযান শেষে ছুটি কাটাতে নিজ নিজ দেশে যাচ্ছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ, ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। অক্টোবরে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। তবে ছুটিতে যাচ্ছেন না এশিয়া কাপের আগে নিয়োগ পাওয়া শ্রীরাম। এ সময় স্থানীয় কোচদের নিয়ে মিরপুরে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করবেন তিনি।

এশিয়া কাপে সব বিভাগেই অনেক ঘাটতি খুঁজে পেয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ১৫ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। দলে থাকা ব্যাটাররা তো আছেনই, বাইরে থাকা কয়েকজনকেও বাজিয়ে দেখা হবে শ্রীরামের পরীক্ষাগারে।

দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গতকাল দুবাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘বিশ্বকাপের আগে ব্যাটিং সেশন হবে। আরও কজন ব্যাটার যুক্ত হবে। ওদেরও দেখা হবে। যেহেতু সে (শ্রীরাম) দল নিয়ে সরাসরি এশিয়া কাপে চলে এসেছিল, খেলোয়াড়দের যাচাই করার তেমন সুযোগ পায়নি। এখন নতুন কিছু খেলোয়াড় দেখতে চাইছে, যারা আমাদের তালিকায় আছে।’

শ্রীরামের ক্যাম্পে দেখা যাবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও হাসান মাহমুদদের।

আগামী ৩০ সেপ্টেম্বর সাকিব-মিরাজদের নিউজিল্যান্ডে যাওয়ার কথা থাকলেও সেটা আরেকটু এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি। নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই একটু আগেভাগেই দল পাঠাতে চাইছে বিসিবি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু ৭ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত