খুবি প্রতিনিধি
খুবির বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের রাতভর শারীরিক নির্যাতন, গালাগাল ও নির্যাতনে উসকানি দেওয়ার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর সাজা কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্ত ৫ শীক্ষার্থীর সবাই খুবির ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, র্যাগিংয়ের দায়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওই পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ঘটনায় ইংরেজি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান রাজা এবং রাজবর্মণ বিধানকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘটনার সময় উপস্থিত থেকে নির্যাতনে উসকানি দেওয়ার দায়ে একই ডিসিপ্লিনের মিনহাজ উর রহমানকে এক বছরের জন্য বহিষ্কার, সাবেরুল বাশার নীরবের এক বছরের জন্য সার্টিফিকেট স্থগিত এবং ফাহাদ রহমান অঝোরকে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার শর্তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক মো. শরীফ হাসান লিমন জানান, ওই ৫ শিক্ষার্থীর শাস্তি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মশিউর রহমান রাজা এবং রাজবর্মণ বিধানের সার্টিফিকেট ৬ মাসের জন্য স্থগিত করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মিনহাজ উর রহমান ও সাবেরুল বাশার নীরবের সার্টিফিকেট ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই অভিযোগে আরেক শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধ্যাপক মো. শরীফ হাসান লিমন আরও জানান, শাস্তির বিষয়ে সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।
এদিকে সাজাপ্রাপ্ত শিক্ষার্থী মন্দির রহমান রাজা বলেন, ‘আমাদের পাঁচজনকে যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এটা আমরা বুধবারে জানতে পেরেছি। এখন তো সবাই ক্যাম্পাসে নেই, সবাই আসলে আমরা একাডেমিক কাউন্সিলে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আরেক সাজাপ্রাপ্ত শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোর বলেন, ‘আমার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমি ঘটনার দিন উপস্থিত ছিলাম না। এমনকি হল কর্তৃপক্ষের তদন্তে আমি নিরপরাধ প্রমাণ হওয়ায় আমার হলের সিটও বাতিল করা হয়নি। আমি একাডেমিক কাউন্সিলে আপিল করব। আমি ন্যায়বিচার চাই।’
খুবির বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের রাতভর শারীরিক নির্যাতন, গালাগাল ও নির্যাতনে উসকানি দেওয়ার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর সাজা কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্ত ৫ শীক্ষার্থীর সবাই খুবির ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-বিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, র্যাগিংয়ের দায়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওই পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থার নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ঘটনায় ইংরেজি ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান রাজা এবং রাজবর্মণ বিধানকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘটনার সময় উপস্থিত থেকে নির্যাতনে উসকানি দেওয়ার দায়ে একই ডিসিপ্লিনের মিনহাজ উর রহমানকে এক বছরের জন্য বহিষ্কার, সাবেরুল বাশার নীরবের এক বছরের জন্য সার্টিফিকেট স্থগিত এবং ফাহাদ রহমান অঝোরকে অভিভাবকসহ মুচলেকা দেওয়ার শর্তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক মো. শরীফ হাসান লিমন জানান, ওই ৫ শিক্ষার্থীর শাস্তি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মশিউর রহমান রাজা এবং রাজবর্মণ বিধানের সার্টিফিকেট ৬ মাসের জন্য স্থগিত করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মিনহাজ উর রহমান ও সাবেরুল বাশার নীরবের সার্টিফিকেট ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই অভিযোগে আরেক শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধ্যাপক মো. শরীফ হাসান লিমন আরও জানান, শাস্তির বিষয়ে সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবেন।
এদিকে সাজাপ্রাপ্ত শিক্ষার্থী মন্দির রহমান রাজা বলেন, ‘আমাদের পাঁচজনকে যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এটা আমরা বুধবারে জানতে পেরেছি। এখন তো সবাই ক্যাম্পাসে নেই, সবাই আসলে আমরা একাডেমিক কাউন্সিলে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আরেক সাজাপ্রাপ্ত শিক্ষার্থী ফাহাদ রহমান অঝোর বলেন, ‘আমার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমি ঘটনার দিন উপস্থিত ছিলাম না। এমনকি হল কর্তৃপক্ষের তদন্তে আমি নিরপরাধ প্রমাণ হওয়ায় আমার হলের সিটও বাতিল করা হয়নি। আমি একাডেমিক কাউন্সিলে আপিল করব। আমি ন্যায়বিচার চাই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪