Ajker Patrika

গোপালগঞ্জে পিকআপ নসিমন সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২: ৫৭
গোপালগঞ্জে পিকআপ নসিমন সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০), আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) এবং আতিয়ার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (২৬)। নিহতদের সবার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জালাল জানিয়েছেন, মাদারীপুরের টেকেরহাট থেকে নসিমনে করে বিক্রির জন্য মাছ নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়া বাজারে যাচ্ছিলেন। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে ঢাকা-খুলনা হাইওয়েতে ওঠার সময় খুলনাগামী ওষুধবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় লিমন ও জোবায়েরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে লিমন সরদারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জোবায়েরও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা বলেন, গতকাল বিকেল ৩টার দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে নসিমনটি হাইওয়েতে ওঠার সময় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত দুজনকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

আবু নাঈম মো. তোফাজ্জেল হক আরও জানান, সংঘর্ষ হওয়া পিকআপটি এখনো আটক করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত