Ajker Patrika

৭ ইউপিতে ৩৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভোলা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬: ৩২
৭ ইউপিতে ৩৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় ধাপে আজ ভোট। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ৬টিতে হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে ভোট।

দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নে ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে মদনপুর ইউনিয়নে ৪টি, মেদুয়া ইউনিয়নে ৪টি, চরপাতা ইউনিয়নে ৬টি, দক্ষিণ জয়নগর ইউনিয়নে ৬টি, চর খলিফা ইউনিয়নে ৬টি, ভবানীপুর ইউনিয়নে ৩টি এবং উত্তর জয়নগরে ৬টি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এ ছাড়া থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

জানা যায়, দৌলতখান উপজেলার ৭ ইউপিতে মোট ২৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৯৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন। বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নের ৩টিতে বিদ্রোহী প্রার্থী রয়েছে, যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটগ্রহণের আগে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ইউনিয়নগুলোতে ভোটারদের মাঝে অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। ফলে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যাপারে শঙ্কিত সাধারণ ভোটাররা। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

একাধিক ভোটার জানান, গণসংযোগ নিয়ে গত কয়েক দিন কয়েক দফা সংঘর্ষ-সংঘাত, হামলা-পাল্টা হামলা ও সহিংসতা হয়েছে। এতে এখনো ইউনিয়নগুলোতে উত্তেজনা বিরাজ করছে। তাই ভোটের দিন কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা।

এ বিষয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ গতকাল বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য যা যা করার তার সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জনগণের ভয়ের কোনো কারণ নেই। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন বলেন, ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে একটিতে ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে। নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা জোরদার নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত