Ajker Patrika

সিলেটে বিএনপির সমাবেশ আজ

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ২৯
সিলেটে বিএনপির  সমাবেশ আজ

চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। আজ (মঙ্গলবার) বেলা ২টায় রেজিস্টারি মাঠে এ সমাবেশের আহ্বান করা হয়েছে। এতে যোগ দেবেন বিএনপিরকেন্দ্রীয় নেতারা।

সমাবেশ সফলের লক্ষ্যে গত রোববার রাতে জরুরি বৈঠক করেছে মহানগর বিএনপি। রাত ৯টার দিকে নগরীর ভাতালিয়ায় মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতা সিদ্দিকীর পরিচালনায় এ সভায় সমাবেশ সফল করার কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় নগরীর ২৭টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সমাবেশ সফল ও ব্যাপক জনসমাগমের লক্ষ্যে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন মহানগর বিএনপি নেতারা। এর অংশ হিসেবে গত রোববার দুপুরে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রচারপত্র বিলি করা হয়েছে। নগরীর জিন্দাবাজার থেকে প্রচারপত্র বিলি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে আম্বরখানায় গিয়ে শেষ হয়। সাধারণ মানুষ, পথচারী, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই প্রচারপত্র বিলি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত