Ajker Patrika

আগুনে ভিক্ষুকেরসব শেষ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৫২
আগুনে   ভিক্ষুকেরসব শেষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর টগবী ইউনিয়নে ২ ভিক্ষুকের বসতঘরসহ তিনটি ঘর আগুনে পুড়ে গেছে। গত সোমবার রাতে দিদার মাঝির ঘাট এলাকায় বাক্‌প্রতিবন্ধী ছালেখার বাড়িতে এই অগ্নিকাণ্ড হয়।

স্থানীয়রা জানান, ছালেখা বাক্‌প্রতিবন্ধী। কাউকে ডাকতে পারেননি। অগ্নিকাণ্ডে সব যখন পুড়ছে, ছালেখা তখন মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করছে। কিন্তু কেউ বুঝতে পারছে না। কাউকে ডাকতে না পারায় ছালেখার পাশের ২ ঘরও পুড়তে শুরু করে। পরে পাশের ঘরের ভিক্ষুক মাফিয়া ও রহিমার ঘর পুড়তে শুরু করলে, তাঁরা টের পেয়ে এলাকাবাসীকে জানান। পরে গ্রামবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, ‘আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে মাফিয়া (৪০) ও ছালেখা (৫০) ২ জনই ভিক্ষুক। স্বামী-সন্তান বলতে তাদের কেউ নেই। অন্যের দেওয়া জমিতে, এলাকাবাসীর সহায়তায় তৈরি করা ঘরে তাঁরা থাকেন। আর রহিমার ঘরটিও পুড়ে গেছে। তাঁর স্বামী আছে কিন্তু পানি টেনে কোনোরকমে পেট চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত