শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি প্রত্যাশীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের অংশগ্রহণে পরীক্ষা নেওয়ার কার্যক্রমও শুরু হয়। তবে মাঝপথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা সদরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। পরীক্ষার আগে তিনটি পদের বিপরীতে নিয়োগ দেওয়ার জন্য তিনজনের নিকট থেকে ২১ লাখ টাকা নেওয়ার অভিযোগের সূত্রধরে পরীক্ষা বন্ধ করা হয় বলে জানা গেছে। মাথাপিছু ৭ লাখ করে টাকা নিয়ে তিনজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে- মর্মে এক প্রার্থী গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া, এ তিন পদের জন্য লিখিত আবেদনকারী ২২ প্রার্থীকে গতকাল শুক্রবারের পরীক্ষার জন্য মনোনীত করা হয়। এর আগে যাচাই বাছাই শেষে নিরাপত্তা কর্মী পদে ৬ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে পরীক্ষার জন্য যথাক্রমে ৮ জন করে মোট ১৬ জনকে মনোনীত করে কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে নির্ধারিত হয়ে যায় তিনটি পদের বিপরীতে কারা উত্তীর্ণ হতে যাচ্ছে। মূলত আর্থিক লেনদেনের সুযোগ নিয়ে কর্তৃপক্ষ আগেভাগে নির্বাচন করে নেয় পছন্দের তিন প্রার্থীকে। প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডল ও পরিচালনা পর্ষদের সভাপতি তপন মণ্ডল ওই তিন প্রার্থীর নিকট থেকে মোট ২১ লাখ টাকা গ্রহণ করে বলে অভিযোগে বলা হয় ।
এসব পদে চাকরির জন্য আবেদনকারী কয়েকজন জানায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন টাকার বিনিময়ে প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যায়। এ সময় পরিচ্ছন্নতা পদে চাকরির জন্য আবেদনকারী সুজল পাইক ঘটনার তদন্তসহ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানায়।
জানা গেছে, টাকার বিনিময়ে পূর্বেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি। বরং তড়িঘড়ি করে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নানা কৌশলের আশ্রয় নেয় এবং শুক্রবার পরীক্ষা শুরু করে। তবে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা স্থগিতের কথা জানায়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শুরুতে পাঁচ লাখ করে টাকার বিনিময়ে অপর তিনজনকে ওই সব পদের জন্য মনোনীত করা হয়। কিন্তু পরবর্তীতে নতুনভাবে মনোনীত তিন প্রার্থীর পরিবার পূর্বের চুক্তির তুলনায় দুই লাখ করে টাকা বেশি দিতে সম্মত হওয়াতে কর্তৃপক্ষ শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
আবেদনকারী কয়েকজনের অভিযোগ টাকা লেনদেনের বিষয়টি জানাজানি হওয়ায় কর্তৃপক্ষ তড়িঘড়ি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ১০ নভেম্বর আবেদনকারীদের হাতে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতিপত্র পৌঁছে দিয়ে ‘রিসিভ’ খাতায় ২ নভেম্বর উল্লেখ করতে বাধ্য করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষা হয়নি। ডিসি স্যারের নির্দেশে জেলা মাধ্যমিক কর্মকর্তার প্রতিনিধি এসে পরীক্ষা বন্ধ করে দিয়ে যাবতীয় কাগজপত্র নিয়ে গেছে।’ টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে সভাপতির সঙ্গে কথা বললে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন’।
তবে সভাপতি তপন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ডিসি স্যার নির্দেশ দিয়েছেন। তারপর আমরা নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছি।’
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি প্রত্যাশীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত প্রার্থীদের অংশগ্রহণে পরীক্ষা নেওয়ার কার্যক্রমও শুরু হয়। তবে মাঝপথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলা সদরের নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। পরীক্ষার আগে তিনটি পদের বিপরীতে নিয়োগ দেওয়ার জন্য তিনজনের নিকট থেকে ২১ লাখ টাকা নেওয়ার অভিযোগের সূত্রধরে পরীক্ষা বন্ধ করা হয় বলে জানা গেছে। মাথাপিছু ৭ লাখ করে টাকা নিয়ে তিনজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে- মর্মে এক প্রার্থী গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া, এ তিন পদের জন্য লিখিত আবেদনকারী ২২ প্রার্থীকে গতকাল শুক্রবারের পরীক্ষার জন্য মনোনীত করা হয়। এর আগে যাচাই বাছাই শেষে নিরাপত্তা কর্মী পদে ৬ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে পরীক্ষার জন্য যথাক্রমে ৮ জন করে মোট ১৬ জনকে মনোনীত করে কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে নির্ধারিত হয়ে যায় তিনটি পদের বিপরীতে কারা উত্তীর্ণ হতে যাচ্ছে। মূলত আর্থিক লেনদেনের সুযোগ নিয়ে কর্তৃপক্ষ আগেভাগে নির্বাচন করে নেয় পছন্দের তিন প্রার্থীকে। প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডল ও পরিচালনা পর্ষদের সভাপতি তপন মণ্ডল ওই তিন প্রার্থীর নিকট থেকে মোট ২১ লাখ টাকা গ্রহণ করে বলে অভিযোগে বলা হয় ।
এসব পদে চাকরির জন্য আবেদনকারী কয়েকজন জানায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন টাকার বিনিময়ে প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যায়। এ সময় পরিচ্ছন্নতা পদে চাকরির জন্য আবেদনকারী সুজল পাইক ঘটনার তদন্তসহ পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানায়।
জানা গেছে, টাকার বিনিময়ে পূর্বেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে অভিযোগ উঠলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দেয়নি। বরং তড়িঘড়ি করে পরীক্ষা অনুষ্ঠানের জন্য নানা কৌশলের আশ্রয় নেয় এবং শুক্রবার পরীক্ষা শুরু করে। তবে পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা স্থগিতের কথা জানায়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শুরুতে পাঁচ লাখ করে টাকার বিনিময়ে অপর তিনজনকে ওই সব পদের জন্য মনোনীত করা হয়। কিন্তু পরবর্তীতে নতুনভাবে মনোনীত তিন প্রার্থীর পরিবার পূর্বের চুক্তির তুলনায় দুই লাখ করে টাকা বেশি দিতে সম্মত হওয়াতে কর্তৃপক্ষ শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
আবেদনকারী কয়েকজনের অভিযোগ টাকা লেনদেনের বিষয়টি জানাজানি হওয়ায় কর্তৃপক্ষ তড়িঘড়ি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ১০ নভেম্বর আবেদনকারীদের হাতে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতিপত্র পৌঁছে দিয়ে ‘রিসিভ’ খাতায় ২ নভেম্বর উল্লেখ করতে বাধ্য করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মণ্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষা হয়নি। ডিসি স্যারের নির্দেশে জেলা মাধ্যমিক কর্মকর্তার প্রতিনিধি এসে পরীক্ষা বন্ধ করে দিয়ে যাবতীয় কাগজপত্র নিয়ে গেছে।’ টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে সভাপতির সঙ্গে কথা বললে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন’।
তবে সভাপতি তপন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ডিসি স্যার নির্দেশ দিয়েছেন। তারপর আমরা নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪