Ajker Patrika

এক পায়ে জীবনযুদ্ধ কামাল উদ্দিনের

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৬
এক পায়ে জীবনযুদ্ধ কামাল উদ্দিনের

এক পা নেই, ক্র্যাচে ভর করে চলতে হয় তাঁকে। কিন্তু তাই বলে থেমে থাকার পাত্র নন তিনি। কারও কাছে হাত না পেতে জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য সংগ্রাম করছেন ৩০ বছর বয়সী কামাল উদ্দিন (৩০)। তিনি উপজেলার খারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাগপুর গ্রামের বাসিন্দা।

মা, স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। ক্র্যাচে ভর দিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই তরুণ। তিনি নিজেকে কখনো পঙ্গু মনে করেন না।

কামাল উদ্দিন ছিলেন মেধাবী ছাত্র। কিন্তু অভাবের তাড়নায় ২০০১ সালে ঢাকায় পাড়ি জমান। সেখানে গার্মেন্টসে চাকরি নেন। ভালোই চলত সংসার। কিন্তু কাল হয়ে দাঁড়ায় একটি দুর্ঘটনা। অফিসে কাজ শেষে বাসায় ফের পথে পেছন থেকে একটি গাড়ি তাঁকে চাপা দিলে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

সেই থেকে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন কামাল উদ্দিন। পরিবারের প্রধান হিসেবে নিজেকেই আয় রোজগার করে সংসার চালাতে হয়। সে জন্য ক্র্যাচে এক হাতে রেখে নিজের কাজ নিজেই সারেন। তাতে কষ্ট হলেও কারও কাছে হাত পাতেন না তিনি।

নাগপুর গ্রামে গিয়ে দেখা গেছে, বাড়ির পাশে বীজতলা তৈরি করছেন কামাল উদ্দিন। এক হাতে কাঠের ক্র্যাচ, অন্য হাতে মই। ক্র্যাচে হাত রেখে মই টেনে বীজতলা সমান করছেন।

কামাল উদ্দিন বলেন, ‘একটি পা হারিয়ে আমি খুব অসহায় হয়ে জীবনযাপন করছি। ক্র্যাচের ওপর ভর করে বেশি কাজ করতে পারি না, খুব কষ্ট হয়। গরিব মানুষ, কৃত্রিম পা কেনার সামর্থ্য নাই। কৃত্রিম পা থাকলে হয়তো কষ্টটা কম হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত