নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রোববার বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই আছে, খুব একটা পরিবর্তন নেই। এটাকে উন্নতিও বলা যাবে না, আবার স্থিতিশীলও বলা যাবে না। এককথায় বলা যেতে পারে, এখনো তিনি ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই আছেন।’ ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া।
এ অবস্থায় খালেদাকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রধানমন্ত্রীর কাছে আবেদনটি পাঠাতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপর কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগসহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদনটি পৌঁছানোর আশ্বাস দিয়েছেন।’ আবেদনে কোনো উদাহরণ আছে কি না, সেই প্রশ্নে ইবরাহিম বলেন, ‘আমরা বলেছি কোনো উদাহরণ, কোনো আইন, কোনো দৃষ্টান্তের প্রয়োজন নেই। আপনি (প্রধানমন্ত্রী) এককভাবে সেই সিদ্ধান্তটি নিন।’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের আবেদনটি ছিল বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি একদম জীবনের শেষ প্রান্তে এসেছেন। কাজেই তাঁকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কি না। আমি তাঁদের বলেছি, এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটা আবেদন করেছিলেন। সেটাও আমি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছিলাম। আইনমন্ত্রী যথাযথভাবে সংসদে প্রশ্নোত্তরের সময় বিস্তারিত বলেছেন। আমি এটা বলার পর তাঁরা বলেছেন, এটা মানবিক কারণে দেওয়া যায় কি না, সেই বিবেচনা করার জন্য পত্র আমার কাছে দিয়েছেন। এটা আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে দেব।’
বিএনপির সাংসদদের পদত্যাগের হুমকি
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির সাংসদেরা। বিদেশে যাওয়ার সুযোগ না পাওয়ায় খালেদা জিয়ার কিছু হলে সংসদ থেকে পদত্যাগের হুমকিও দিয়েছেন তাঁরা।
গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে অংশ নিয়ে সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আর কিছু আশা করি না। রাষ্ট্রপতির কাছে আমরা আহ্বান জানাতে চাই, আপনি আপনার ক্ষমতাবলে ম্যাডামের (খালেদা) চিকিৎসার ব্যবস্থা করুন।’ বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার এনে খালেদার চিকিৎসা করাতে পারে বলে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সিরাজ বলেন, ‘ডাক্তার নয়, হাসপাতাল নিয়ে আসেন। খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়; শুধু সরকার নয়, আওয়ামী লীগের ইতিহাস পাল্টে যাবে।’
সাংসদ হারুনুর রশীদ বলেন, খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে বিএনপির সাংসদেরা সংসদ থেকে পদত্যাগ করবেন। সাংসদ রুমিন ফারহানা বলেন, ‘৪০১ ধারায় তাঁকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই, এটা মিথ্যা কথা। এই ধারার ক্ষমতা অপরিসীম এবং এই ধারার বলে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’ গতকালের মানববন্ধনে আরও অংশ নেন আব্দুস সাত্তার ভূঁইয়া, আমিনুল ইসলাম ও মোশারফ হোসেন।
আন্দোলনের হুমকি
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে আওয়ামী লীগকে সরকার পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাঁকে মুক্তি দেওয়া হোক। তা না হলে সরকারকে তাদের পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে।
খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল এক দোয়া মাহফিলে তিনি বলেন, ‘এখনো সময় আছে, দেশনেত্রীকে মুক্তি দিন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে দিন।’
বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রাজনৈতিক দল, কর্মসূচি দিতে পারে, দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। তারা যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বা জানমাল নষ্টের চেষ্টা করে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রোববার বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই আছে, খুব একটা পরিবর্তন নেই। এটাকে উন্নতিও বলা যাবে না, আবার স্থিতিশীলও বলা যাবে না। এককথায় বলা যেতে পারে, এখনো তিনি ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই আছেন।’ ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া।
এ অবস্থায় খালেদাকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। প্রধানমন্ত্রীর কাছে আবেদনটি পাঠাতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপর কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগসহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদনটি পৌঁছানোর আশ্বাস দিয়েছেন।’ আবেদনে কোনো উদাহরণ আছে কি না, সেই প্রশ্নে ইবরাহিম বলেন, ‘আমরা বলেছি কোনো উদাহরণ, কোনো আইন, কোনো দৃষ্টান্তের প্রয়োজন নেই। আপনি (প্রধানমন্ত্রী) এককভাবে সেই সিদ্ধান্তটি নিন।’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের আবেদনটি ছিল বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, তিনি একদম জীবনের শেষ প্রান্তে এসেছেন। কাজেই তাঁকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কি না। আমি তাঁদের বলেছি, এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটা আবেদন করেছিলেন। সেটাও আমি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছিলাম। আইনমন্ত্রী যথাযথভাবে সংসদে প্রশ্নোত্তরের সময় বিস্তারিত বলেছেন। আমি এটা বলার পর তাঁরা বলেছেন, এটা মানবিক কারণে দেওয়া যায় কি না, সেই বিবেচনা করার জন্য পত্র আমার কাছে দিয়েছেন। এটা আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে দেব।’
বিএনপির সাংসদদের পদত্যাগের হুমকি
খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির সাংসদেরা। বিদেশে যাওয়ার সুযোগ না পাওয়ায় খালেদা জিয়ার কিছু হলে সংসদ থেকে পদত্যাগের হুমকিও দিয়েছেন তাঁরা।
গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে অংশ নিয়ে সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আর কিছু আশা করি না। রাষ্ট্রপতির কাছে আমরা আহ্বান জানাতে চাই, আপনি আপনার ক্ষমতাবলে ম্যাডামের (খালেদা) চিকিৎসার ব্যবস্থা করুন।’ বিএনপি চাইলে বিদেশ থেকে ডাক্তার এনে খালেদার চিকিৎসা করাতে পারে বলে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সিরাজ বলেন, ‘ডাক্তার নয়, হাসপাতাল নিয়ে আসেন। খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়; শুধু সরকার নয়, আওয়ামী লীগের ইতিহাস পাল্টে যাবে।’
সাংসদ হারুনুর রশীদ বলেন, খালেদা জিয়ার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে বিএনপির সাংসদেরা সংসদ থেকে পদত্যাগ করবেন। সাংসদ রুমিন ফারহানা বলেন, ‘৪০১ ধারায় তাঁকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই, এটা মিথ্যা কথা। এই ধারার ক্ষমতা অপরিসীম এবং এই ধারার বলে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।’ গতকালের মানববন্ধনে আরও অংশ নেন আব্দুস সাত্তার ভূঁইয়া, আমিনুল ইসলাম ও মোশারফ হোসেন।
আন্দোলনের হুমকি
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে আওয়ামী লীগকে সরকার পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, তাঁকে মুক্তি দেওয়া হোক। তা না হলে সরকারকে তাদের পতনের আন্দোলন মোকাবিলা করতে হবে।
খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল এক দোয়া মাহফিলে তিনি বলেন, ‘এখনো সময় আছে, দেশনেত্রীকে মুক্তি দিন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে দিন।’
বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রাজনৈতিক দল, কর্মসূচি দিতে পারে, দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। তারা যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বা জানমাল নষ্টের চেষ্টা করে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫