Ajker Patrika

শিরোনামহীনের ২৫ বছর পূর্তিতে কনসার্ট

শিরোনামহীনের ২৫ বছর পূর্তিতে কনসার্ট

তারুণ্যের ব্যান্ড শিরোনামহীন পেরিয়ে এল দীর্ঘ পথ। ১৯৯৬ সালে ঢাকায় যে ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল, তাদের জনপ্রিয়তা আজ পৌঁছে গেছে দেশের প্রতিটি কোণে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পেয়েছে ব্যান্ডটি। গত বছরের ১৪ এপ্রিল শিরোনামহীন পূর্ণ করেছে ২৫ বছর। সিলভার জুবিলি উপলক্ষে বড় আয়োজনের উদ্যোগ হাতে নিয়েছে ব্যান্ডটি। আয়োজন করেছে ‘শিরোনামহীন অ্যানিভার্সারি কনসার্ট উইথ সিম্ফোনি অর্কেস্ট্রা’। আরও আগেই হওয়ার কথা ছিল কনসার্টটি। নানা কারণে পিছিয়ে ৮ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এ কনসার্ট। এতে শিরোনামহীনের সঙ্গে অংশ নেবে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা।

মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ছাড়াও ওই কনসার্টে শিরোনামহীনকে সঙ্গ দেবেন দেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। কেউ গেয়ে, কেউ বাজিয়ে অংশ নেবেন কনসার্টে। থাকবেন দলছুটের বাপ্পা মজুমদার, অর্থহীনের সুমন ও শিশির, মাইলসের সৈয়দ জিয়াউর রহমান তূর্য, জলের গানের রাহুল আনন্দ, আর্টসেলের লিংকন, এভয়েড রাফা ব্যান্ডের রাফা, ওয়ারফেজের পলাশ নূরসহ বাংলা গানের অনেক পরিচিত মুখ।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ জানিয়েছে, বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট—সবই দেশের সর্বোচ্চ মানের। চতুর্থ জেনারেশনের এলইডি ম্যাপিংয়ের কারণে কনসার্টটির ভিজুয়ালাইজেশন হবে ভিন্ন মাত্রায়। তবে শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকিটের মূল্য সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডমিথ। রেগুলার টিকিটের মূল্য ৫০০ টাকা আর ভিআইপি টিকিট পাওয়া যাবে ১ হাজার ২০০ টাকায়। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্টটি।

শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এ রকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নসের বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের মতো কনসার্টের কথা শ্রোতাদের অজানা নয়। তবে নানা কারণে বাংলাদেশে এমন আয়োজন আগে হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত