Ajker Patrika

‘দুর্নীতির জন্য আসলে আমরা সবাই দায়ী’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
‘দুর্নীতির জন্য আসলে আমরা সবাই দায়ী’

নানা আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জেলা শহর ও উপজেলাগুলোতে মানব বন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

ঝিকরগাছা: ‘দুর্নীতির জন্য আসলে আমরা সবাই দায়ী’ বলে মন্তব্য করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন এবং শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি হোসেন উদ্দিন হোসেন, সহসভাপতি শহিদুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ কমিটির সব সদস্য।

বেনাপোল: বেনাপোল বন্দরে নানান আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপরে বেনাপোল বন্দরের কাস্টমস হাউসের সামনে শোভাযাত্রা ও মানব বন্ধন হয়। শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার আহসানউল্লা। প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মাহাবুব আলম লিটু প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কাস্টমস, বন্দর, ব্যবসায়ী সংগঠনসহ নানা পেশাজীবী মানুষ মানব বন্ধনে অংশ নেন।

অভয়নগর: অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পিরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. মতলেব সরদার, সহসভাপতি মো. মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক সুনীল দাস, সদস্য রাফেজা খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মিলন কুমার মণ্ডল, বিভার প্রতিষ্ঠাতা সুকুমার ঘোষ, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত