Ajker Patrika

অনিয়ম বন্ধ ও খাদ্য ভাতার দাবিতে কর্মবিরতি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
অনিয়ম বন্ধ ও খাদ্য ভাতার দাবিতে কর্মবিরতি

করোনাভাইরাসের টিকা দেওয়ায় অনিয়ম বন্ধ ও যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের খাবার ভাতার দাবিতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী কর্মবিরতি পালন করেছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে তাঁরা এ কর্মবিরতি শুরু করেন।

স্বেচ্ছাসেবকদের কর্মবিরতিতে টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এর প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, এ বছর ৬ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হয়। ওই সময় থেকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন। তাঁদের খাবার বাবদ জনপ্রতি ২০০ টাকা বরাদ্দ দেয় সরকার। শুরুতে দুই মাসের খাবার বাবদ টাকা দেয় কর্তৃপক্ষ। কিন্তু গত ৮ মাস ধরে স্বেচ্ছাসেবকদের খাবার ভাতা বন্ধ রয়েছে। স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বরাদ্দের টাকা এলেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিচ্ছে না।

স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন, জনপ্রতি খাবার ভাতা ২০০ টাকা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন ১৪০ টাকা। ৬০ টাকা হিসাব মহানিয়ন্ত্রকের (এজি) কার্যালয়ের খরচের অজুহাত দিয়ে কেটে রাখা হয়।

তাঁদের দাবি অনভিজ্ঞ দুই ব্যক্তিকে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম চালাচ্ছে। অভিযোগ রয়েছে, ওই দুই ব্যক্তি বিদেশগামী যাত্রীদের ফাইজারের টিকা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা ও স্বাস্থ্য বিভাগের উপপ্রধান মো. রিয়াজুল ইসলাম ইমন বলেন, গত ৮ মাস ধরে খাবার ভাতা দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বরাদ্দ টাকা এলেও তারা টাকা দিতে গড়িমসি করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালের কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভাতার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ এলেই দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত