Ajker Patrika

ঢামেকে দালাল ঠেকাতে নামসহ নতুন পোশাক কর্মচারীদের

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২: ৪৩
ঢামেকে দালাল ঠেকাতে নামসহ নতুন পোশাক কর্মচারীদের

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নতুন পোশাক দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, জরুরি বিভাগে ট্রলিম্যানদের বিরুদ্ধে রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু নাম না থাকায় কাউকে শনাক্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এখন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের নামসহ পোশাক দেওয়া হয়েছে। অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে প্রায় ৫০০ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আছেন। কিন্তু তাঁদের দালালি করতে দেখলেও দেখলেও নাম বলতে পারতেন না অভিযোগকারীরা। এখন থেকে নামসহ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যাবে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন,‘ এখন সহজেই রোগী ও তাঁদের স্বজনরা সাহায্য চাইতে পারবেন। এর পরেও যদি কেউ অনিয়ম করেন, অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ দুই মাস আগে ঢামেক হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের ৩০ সদস্যকে আটক করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত