Ajker Patrika

পরীক্ষায় ভালো ফল, মেধা পদকে স্বীকৃতি তিন ছাত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ২৩
পরীক্ষায় ভালো ফল, মেধা পদকে স্বীকৃতি তিন ছাত্রীর

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তিন ছাত্রীকে মেধা পদক দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে উদ্ভিদবিদ্যা বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমান উল্লাহ।

তিন ছাত্রী হলেন সানজিদা সুলতানা, আয়েশা সিদ্দিকা এবং হাফসা রহমান। তারা জিপিএ ৪ এর মধ্যে যথাক্রমে ৩.৬৩, ৩.৬০ এবং ৩.৫১ পেয়ে জাতীয় মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।

এ সময় পদকের পাশাপাশি তিন ছাত্রীর হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন অতিথিরা।

বোটানিস্ট অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল আফছার, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রোখসানা বেগম, বোটানিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশীষ রায়। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন।

এ সময় ছাত্রীরা বলেন, ভালো ফলাফল অর্জন যতটা গর্বের ঠিক ততটাই উচ্ছ্বসিত নিজ বিভাগে সম্মাননা পেয়ে। এই সম্মান তারা ধরে রাখার চেষ্টা করবেন বলে জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কৃতি শিক্ষার্থীদের এভাবে পুরস্কৃত পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। অন্যান্য বিভাগেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতা থেকে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।’ ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত