Ajker Patrika

বিএনপির ঘাটিতে নৌকার জয়ের নেপথ্যে

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১১: ০৮
বিএনপির ঘাটিতে নৌকার জয়ের নেপথ্যে

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার রাজানগর ইউপিতে নৌকার প্রার্থী মো. মজিবর রহমান ১৪ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিএনপি-হেফাজতের সমর্থকদের ভোট তাঁর জয়ের নেপথ্যে কাজ করেছে বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মজিবর রহমান পেয়েছেন ১০ হাজার ৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেইন মীর পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ২২৭ ভোট। যেটা উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার প্রধান কারণ ছিল প্রার্থীর ব্যক্তিগত ইমেজ। এ ছাড়া রাজানগর ইউনিয়নটি বিএনপির ঘাঁটি হলেও এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হেফাজতের নেতা–কর্মীরা নৌকার পক্ষে প্রকাশ্যেই কাজ করেছেন। এর ফলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের মুন্সিগঞ্জ জেলার প্রচার সহসম্পাদক মাওলানা নাফিস বলেন, ‘আমাদের দল যেহেতু নির্বাচনে আসেনি, তাই আমরা মন্দের ভালো হিসেবে ব্যক্তি মজিবের জন্য কাজ করেছি। তা ছাড়া আগের চেয়ারম্যান আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, কোনো কাজও করেনি। বাধ্য হয়েই নৌকায় ভোট দিয়েছি।’

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা ব্যক্তি মজিবরকে সমর্থন করেছেন, নৌকাকে নয়।

নৌকার বিজয়ী প্রার্থী মো. মজিবর রহমান বলেন, ‘এর আগে আমি রাজানগর ইউনিয়নের ৫ বছর চেয়ারম্যান ছিলাম। আমি মানুষকে সেবা দিয়েছি। মানুষও আমাকে ভালোবাসে। তিনি বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চেয়ারম্যান হয়েছি, নিজের আখের গোছাতে নয়।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগতভাবে মজিবর ভালো মানুষ, আগেও একবার চেয়ারম্যান হয়েছিল। সুনামের সঙ্গে এলাকায় উন্নয়নের কাজ করেছে। এই জন্য মানুষ তাকে ভোট দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত