Ajker Patrika

নরসিংদীতে খোকনসহ ৩০০ নেতা অবরুদ্ধ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ০৬
নরসিংদীতে খোকনসহ ৩০০ নেতা অবরুদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে নরসিংদীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ পালন করতে পারেনি জেলা বিএনপি। গত সোমবার বিকেলে সমাবেশ শুরুর সময় পুলিশি গ্রেপ্তারের ভয়ে দলীয় কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনসহ তিন শতাধিক নেতা-কর্মী।

বিএনপি নেতা-কর্মীরা জানান, সোমবার বিকেল ৫টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেটের ভেতরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু করা হয়। এতে দলীয় নেতা-কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেন। এ সময় একদল পুলিশ সেখানে হাজির হয় এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। পরে গ্রেপ্তারের ভয়ে দলীয় নেতা-কর্মীরা কার্যালয়ের গেট ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন বলেন, পুলিশ বিনা কারণে দলের বেশ ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে। পরে পুলিশ দলীয় কার্যালয় ঘিরে অবরুদ্ধ করে রাখে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, কার্যালয়ের ভেতরে কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, বিএনপি নেতা-কর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আছেন। তাঁরা ইচ্ছে করলেই বের হয়ে যেতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত