Ajker Patrika

পুঠিয়ায় অপহৃত যুবক উদ্ধার, একজন আটক

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ৪৬
পুঠিয়ায় অপহৃত যুবক উদ্ধার, একজন আটক

পুঠিয়ায় ইসমাইল হোসেন (২১) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

ইসমাইল হোসেন পেশায় চালকের সহযোগী। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চন্দ্র খৈইর গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তির নাম মনোয়ার হোসেন। তিনি পুঠিয়া উপজেলার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে ইসমাইল হোসেনকে তাঁর বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। পরদিন সোমবার বিকেলে অপহরণকারীরা মোবাইল ফোনে কল দিয়ে ইসমাইলের বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনা তখন পুলিশকে জানান ইসমাইলের বাবা।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ প্রযুক্তির মাধ্যমে বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় অপহৃত ইসমাইলকে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত