Ajker Patrika

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত, আপিল করবেন নিপুণ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৪১
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত, আপিল করবেন নিপুণ

শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। প্রতিদিন ঘটনার নতুন মোড় নিচ্ছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। গত শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানান আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান। রোববার সন্ধ্যায় সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন নিপুণ।

গতকাল সোমবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের আগামী এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, নিপুণ আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যকারিতাও স্থগিত করেছেন হাইকোর্ট এবং জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলেও জানান তিনি।

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নিপুণ আক্তারকে। রোববার নির্বাচিত ব্যক্তিরা শপথও গ্রহণ করেছেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদালতের রায়ে সন্তুষ্ট জায়েদ খান। গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি আমার কার্যক্রম চালিয়ে যাব। রুবেল ভাই, ডিপজল ভাই, মৌসুমী আপাসহ সবাই আমার দিকে তাকিয়ে আছেন। আমি মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ন্যায়বিচার পেয়েছি।’

এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন নিপুণ আক্তার। তাঁর আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (আজ) আপিল বিভাগে আবেদন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত