Ajker Patrika

নগরকান্দা মুক্ত দিবস আজ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ১১
নগরকান্দা মুক্ত দিবস আজ

আজ ৯ নভেম্বর, নগরকান্দা শত্রু মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদপুরের বড় এই উপজেলা।

মুক্তিযুদ্ধের দীর্ঘ ৮ মাস পর ৯ নভেম্বর নগরকান্দার বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে নগরকান্দা থানাকে পুরোপুরি শত্রুমুক্ত করতে সক্ষম হন।

বীর মুক্তিযোদ্ধারা ২৯ মে নগরকান্দার দিঘোলিয়া বিলে সম্মুখ যুদ্ধে শুধু দেশি অস্ত্র ঢাল-সড়কি, বল্লম দিয়ে ২৯ জন পাকিস্তানি সেনাকে হত্যা করতে সক্ষম হন।

৫ নভেম্বর নগরকান্দা কুমার নদের খেয়া ঘাটে এক সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুল বারেক মিয়া। তাঁর রক্তের শপথ নিয়ে ৮ নভেম্বর নগরকান্দা থানার বীর মুক্তিযোদ্ধারা থানা ঘেরাও করার জন্য তিনটি ভাগে বিভক্ত হন। পৃথক নেতৃত্বে ছিলেন মেজর আজিজ, আলতাফ হোসেন খান ও হামিদ জোমাদ্দার।

বীর মুক্তিযোদ্ধারা ৮ নভেম্বর গভীর রাতে থানার চারদিকে অবস্থান নেয়। শুরু হয় আক্রমণ। সারা রাত ধরে চলে তুমুল লড়াই। একপর্যায়ে ৯ নভেম্বর সকাল ১০টার দিকে শত্রু পক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কেল আলী পরাজয়ের গ্লানি সইতে না পেরে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

বীর মুক্তিযোদ্ধারা তখন বাংলার মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে নগরকান্দাকে স্বাধীন ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ