Ajker Patrika

ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ৫২
ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে লবলঙ্গ খালে ময়লা ফেলা বন্ধে বাঁশের বেড়া দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল শনিবার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে এ বেড়া দেওয়া হয়। এতে করে পৌরসভার ময়লা বর্জ্য ফেলা কিছুটা হলেও কমে যাবে ধারণা সংশ্লিষ্টদের।

পৌরসভার বাসিন্দা, কলামিস্ট সাঈদ চৌধুরী বলেন, ‘লবলঙ্গ খালে ময়লা ফেলার কারণে স্তূপের সৃষ্টি হয়েছে। এই ময়লা ফেলা স্থায়ী ভাবে বন্ধ করা এখন সময়ের দাবি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেন ময়লা না ফেলতে পারে সে জন্য সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, সাময়িকভাবে ভোগান্তি দূর করতে মহাসড়কের পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, ‘ইতিমধ্যে পৌরসভার ময়লা ফেলার জন্য জমি নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ময়লা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা শুরু হবে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লা ফেলা নিয়ে ‘মহাসড়কের পাশে ময়লার স্তূপ’ শিরোনামে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের ছয় দিন পর বাঁশের বেড়া দিল সওজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত