Ajker Patrika

শরণখোলায় অজগর উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ৪৫
শরণখোলায় অজগর উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা এক মণ ওজনের ওই অজগরটি উদ্ধার করেন।

পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ড টিমের উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবনের এ সাপগুলো প্রায়ই লোকালয়ে চলে আসে। তবে সাপগুলি মানুষের খুব ক্ষতি করে না। স্থানীয়দের সহায়তায় সাপগুলো তাঁরা অক্ষত অবস্থায় সুন্দরবনে ফিরিয়ে দিতে চেষ্টা করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে তাঁদের খবর দেয়। তাঁরা অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করেন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট এবং ৪০ কেজি ওজন। খাবারের খোঁজে ভোলা নদী পাড় হয়ে অজগরটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান করে। এ নিয়ে এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত