Ajker Patrika

আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ১৯
আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি

ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক হামলার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা এই দাবি করেন। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা জজ আদালত চত্বরে গতকাল সোমবার দুপুরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশ বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড. এ কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য সৈয়দ জাহিদ হোসেন, মিলন কুমার ব্যানার্জী, সেলিম আজাদ, অজিয়ার রহমান পিকলু, সমর দত্ত, মোসলেম উদ্দীন, ফকির নওরেশুজ্জামান লালন, সুমন সিংহ প্রমুখ বক্তব্য দেন।

তাঁরা বলেন, নানাভাবে ধর্মকে ব্যবহার করে হিন্দুদের ওপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কুমিল্লার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের অংশ। এর ভেতরের কারণ প্রশাসনকে বের করতে হবে। সেই সঙ্গে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ব্যক্তিদের কঠিন শাস্তি দিতে হবে। তাঁদের বিচার নিশ্চিত করতে আলাদা ট্রাইব্যুনাল ঘটন করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আইনজীবীর শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত