Ajker Patrika

খেলার মাঠ ‘দখল’ করলেন আওয়ামী লীগের নেতা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৯: ০৩
খেলার মাঠ ‘দখল’ করলেন আওয়ামী লীগের নেতা

মানিকগঞ্জের ঘিওরে সরকারি নিবন্ধনভুক্ত এক ক্লাবের খেলার মাঠ দখল করার অভিযোগ উঠেছে আনোয়ারুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আনোয়ারুল উপজেলার সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বীর সিংজুরী গ্রামে ১৯৩৯ সালে সিংজুরী বীণাপানি সমাজকল্যাণ সমিতি নামের একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে সরকারি নিবন্ধন লাভ করে। বীর সিংজুরী মৌজার ৩ নম্বর খতিয়ানের ৮৪৭ দাগে এ ক্লাবের ১৭৯ শতাংশ জমিতে রয়েছে খেলার মাঠটি।

মাঠের জমিগুলো বীণাপাণি সমিতির নামে বরাদ্দ এনে দেন তৎকালীন ইউপি চেয়ারম্যান, মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়ের দাদা মো. মোসলেম উদ্দিন। এই মাঠের পাশেই আওয়ামী লীগ নেতা আনোয়ারুলের বাড়ি। মাঠের উত্তর-দক্ষিণ পাশের ৬ শতাংশ জমি তিনি আগেই দখল করে টিনের ঘর নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশপথ প্রশস্তকরণের জন্য বর্তমানে আরও চার-পাঁচ শতাংশ জায়গায় তিনি বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দিয়েছেন। সেখানে মাটি ভরাটের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান বলেন, আনোয়ারুল কয়েক দফায় মাঠের জায়গা দখল করে বসতবাড়ির সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করছেন। নতুন করে সপ্তাহখানেক ধরে মাঠের আরও জায়গা দখল করে মাটি ফেলছেন।

সিংজুরী বীণাপানি সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া বলেন, ‘বিষয়টি আমার কাছে কয়েকজন অভিযোগ করেছেন। পরে আমি মাঠে গিয়ে দেখি, ক্লাবসংলগ্ন মাঠে আনোয়ারুল ইসলাম মাটি ফেলছেন। কিন্তু ক্লাবের জায়গার সীমানা আমার সঠিক জানা নেই।’

সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত আনোয়ারুল ইসলাম বলেন, তিনি মাঠের জায়গা দখল করেননি। নিজের কেনা ও পৈতৃক সম্পত্তিতে মাটি ভরাট করছেন তিনি। তাঁর বিরুদ্ধে কে অভিযোগ করেছেন, তিনি তা বারবার জানতে চান।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত