Ajker Patrika

ঘরে আগুনে শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
ঘরে আগুনে শাশুড়ির মৃত্যু, পুত্রবধূ আহত

নীলফামারীর কিশোরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে মেলাবর গ্রামের গণেশ মাস্টারের পাড়ায় প্রকাশ চন্দ্র রায়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় শাশুড়িকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪২)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজেন্দ্র নাথের ছেলে প্রকাশ চন্দ্র রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পসময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী ফুলমতির গায়ে ঘরের চাল খুলে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

শাশুড়িকে বাঁচাতে ছুটে যান পুত্রবধূ অঞ্জনা রানী তাকে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন। সে সময় পরিবারের পুরুষ সদস্যরা বাজারে ছিলেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জলঢাকা উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন জানান, জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘর থেকে মরদেহ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে ওই বৃদ্ধার মৃত্যুর খবর শুনে রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট ঘটনাস্থল পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত