Ajker Patrika

শখ থেকে গলার কাঁটা পামঅয়েল

এস এস শোহান, বাগেরহাট
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ২৮
শখ থেকে গলার কাঁটা পামঅয়েল

বাগেরহাটে আর্থিক স্বচ্ছলতার আকাঙ্ক্ষা ও বিদেশি গাছের প্রতি টান থেকে লাগানো পাম অয়েল গাছ এখন কৃষকদের গলার কাটায় পরিণত হয়েছে। আশানুরূপ ফল না হওয়া এবং ফল থেকে তেল বানাতে না পেরে মাথায় হাত চাষিদের। এ কারণে এক রকম বাধ্য হয়ে শখের গাছ কেটে ফেলছেন তাঁরা। প্রতিটি গাছ কাটতে গুনতে হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকা। এমন পরিস্থিতিতে পড়ে পাম চাষে উদ্বুদ্ধ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি চাষিদের।

কৃষি বিভাগ বলছে, ভালোমন্দ না বুঝে এবং কৃষি বিভাগের পরামর্শ ছাড়াই কৃষকেরা পাম অয়েল গাছের চাষ করেছেন। ভুক্তভোগী চাষিদের সূত্রে জানা যায়, একটি পাম গাছ থেকে বছরে ১০ হাজার টাকা আয় করা যায়। এমন প্রলোভনে বাগেরহাটের বিপুলসংখ্যক চাষি তার জমিতে পাম ওয়েল গাছ লাগিয়েছেন।

শুধু সাধারণ জনগণ নয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে অনেক সরকারি বেসরকারি দপ্তরের চত্বরে লাগানো হয়েছে পাম গাছ। বিদেশি গাছ হওয়ায় চারার দামও নেওয়া হয়েছে অনেক বেশি। প্রতিটি চারা চাষিরা ক্রয় করেছেন ৩০০ থেকে ১২০০ টাকা দিয়ে। গ্রিন বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান মাঠকর্মীর মাধ্যমে এই চারা বিক্রি করিয়েছেন বলে অভিযোগ চাষিদের। তবে এই প্রতিষ্ঠানের কোনো খোঁজ পাওয়া যায়নি।

চাষিরা জানান, ২০১০ সালের দিকে গ্রিন বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠকর্মীরা পাম গাছের চারা বিক্রির জন্য এলাকায় আসেন। পাম অয়েলের উপকারিতা সম্পর্কে চাষিদের নিয়ে সেমিনার করেন। চাষিদের ব্যক্তিগতভাবেও বোঝানো হয় পাম গাছের আর্থিক লাভের কথা।

মাঠকর্মীরা নগদ ও কিস্তি দুইভাবেই চারা বিক্রি করেছেন চাষিদের কাছে। চাষিদের বাড়িতে চারা রোপণ, পরিচর্যা ও পরবর্তীতে ফল ক্রয়েরও চুক্তি করেছেন তারা। তবে বেশির ভাগ ক্ষেত্রে চারা বিক্রির পরে আর মাঠকর্মীদের খুঁজে পাওয়া যায়নি। আর ৪ থেকে ৬ বছর পরে পর্যায়ক্রমে যখন বেশির ভাগ গাছ ফল দেওয়া শুরু হলো তখনো দেখা নেই গ্রিন বাংলাদেশের।

এদিকে গাছে আশানুরূপ ফল না হওয়া, ফল বিক্রি বা ফল দিয়ে তেল তৈরি করতে না পারায় হতাশ চাষিরা। অনেকে গাছ কেটেও ফেলছেন। দরিদ্র চাষিরা টাকার অভাবে জায়গা দখল করে রাখা গাছগুলোকে কাটতেও পারছেন না। হায় হুতাশ করছেন অনেক চাষি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের তথ্য অনুযায়ী, জেলার ৯টি উপজেলায় পাঁচ হাজার পামঅয়েল গাছ ছিল। চাষিরা অনেক গাছ কেটে ফেলেছেন। বর্তমানে মাত্র ৯৩৬টি গাছ রয়েছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৫০, শরণখোলায় ২০০, মোরেলগঞ্জে ৯৭, কচুয়ায় ২০, মোংলায় ২১, রামপালে ৯৪, ফকিরহাটে ৫০, চিতলমারীতে ৩৭টি গাছ রয়েছে। তবে চাষি ও স্থানীয়দের দাবি বাগেরহাটে ৫০ হাজারের বেশি পাম গাছের চারা লাগানো হয়েছিল।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শেখ মাসুম বলেন, গ্রিন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ৫০টি গাছ লাগিয়েছিলাম। গ্রিন বাংলাদেশের সঙ্গে আমার একটি চুক্তিও হয়েছিল। চারা ক্রয়, গাছ রোপণ ও রোপণ পরবর্তী এক বছরের পরিচর্যায় আমার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু যখন গাছে ফল আসল তখন আমি আর বিক্রি করতে পারিনি। গাছগুলো অস্বাভাবিক পরিমাণ জায়গা দখল করেছিল। যার কারণে আমি সব গাছ কেটে ফেলেছি। মাত্র একটি গাছ আছে বাড়ির পাশে।

গ্রিন বাংলাদেশের চেয়ারম্যান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিয়া উদ্দিন মোরল শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মোরেলগঞ্জ এলাকায় লোকমুখে শোনা যায় তিনি বিভিন্ন অপরাধের কারণে পলাতক রয়েছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, পামঅয়েল তৈরির জন্য যে কলের প্রয়োজন তা বাংলাদেশে সহজলভ্য নয়। বাগেরহাট-খুলনাসহ এই অঞ্চলে এই ধরনের কল নেই। ফলে কৃষকেরা তাদের উৎপাদিত পাম ফল দিয়ে তেল তৈরি করতে পারছেন না। কৃষকদের এই দুর্দশার বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নরেন্দ্রপুর গ্রামের সালেহা বেগম বেগম বলেন, ঘেরের পাড়ে নারকেল গাছ না লাগিয়ে পামঅয়েল গাছ লাগিয়েছিলাম। ১২টি গাছের ৭টিই কেটে ফেলেছি। এখন মাত্র ৫টি আছে। তবে সেগুলোতেও তেমন ফল হয় না। কাটতেও ঝামেলা আছে। একটি গাছ কাটতে প্রায় দুইজন শ্রমিকের প্রয়োজন হয়। যাতে প্রায় ১ হাজার টাকা খরচ। তবে না কেটেও উপায় নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত