Ajker Patrika

চাঁদা দাবির অভিযোগে কৃষি বিপণনকর্মী আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৬: ৩১
চাঁদা দাবির অভিযোগে কৃষি বিপণনকর্মী আটক

বাগেরহাটের ফকিরহাটে দোকানিদের কাছে চাঁদা দাবির অভিযোগে কৃষি বিপণন অধিদপ্তরের এক কর্মীকে আটক করা হয়েছে। বি এম হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি জেলা কৃষি বিপণন অধিদপ্তরের ‘ফ্লেয়ার’ পদে কর্মরত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট বাজারে স্থানীয় দোকানদারদের হাতে আটক হয়েছেন।

পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দোকানিদের দাবি, তিনি বিভিন্ন সময় আইন-কানুন ও জরিমানার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।

ফকিরহাট বাজারে অরণ্য স্টোরের মালিক গৌরঙ্গ দেবনাথ, ফাহিম স্টোরের মালিক আলী আহম্মদসহ কয়েকজন দোকানি বলেন, গত মাসেও তাঁরা প্রত্যেকে ৫০০ টাকা করে দিয়েছেন। সে এখন আবার এসে চিনির দাম ৮০ টাকা শুনে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। না দিলে মোটা অঙ্কের জরিমানার ভয় দেখান।

অভিযুক্ত বি এম হাবিবুর রহমান বলেন, দোকানদারদের লাইসেন্স করে দেওয়ার জন্য তিনি সহযোগিতা করেন। তাঁর আসা-যাওয়া ও লাইসেন্স খরচ বাবদ তাঁদের কাছ থেকে টাকা নেন।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, তিনি হাবিবুর রহমানকে থানায় হস্তান্তর করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো. খায়রুল আনম বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট কৃষি বিপণন কর্মকর্তা জি এম মহিউদ্দিন বলেন, গত সপ্তাহে ফকিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হাবিবুর রহমান সঙ্গে ছিলেন। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত