Ajker Patrika

নেতৃত্ব শূন্যতায় বাকৃবি ছাত্রলীগ

হাবিবুর রনি, বাকৃবি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ১৩
নেতৃত্ব শূন্যতায় বাকৃবি ছাত্রলীগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ষষ্ঠ বছরে পা দিয়েছে ১৭ নভেম্বরে। এক বছর মেয়াদি কমিটি দিয়ে দীর্ঘদিন চলায় নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নতুন কমিটি গঠন করে সংগঠনকে চাঙ্গা করার দাবি জানিয়েছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে বাকৃবি ছাত্রলীগের এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক বছর পর ২০১৭ সালের ২২ নভেম্বর ২১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিয়ে করেন। এ ছাড়া ২১১ সদস্যের কমিটিতে অর্ধেকের বেশি বিবাহিত ও চাকরিজীবী রয়েছেন। ক্যাম্পাসে নেই তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম।

এদিকে দীর্ঘদিন কমিটি না হওয়ায় হতাশ পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। অনেকেই পদের আশায় দৌড়ঝাঁপ করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের কাছে। অনেকে আবার পদের আশায় থেকে চাকরির বয়স শেষ করেছেন। নতুন কমিটিতে পদ পাওয়ার প্রতীক্ষায় থাকতে থাকতে ক্যাম্পাসের হলেই রোগে মারা যান ছাত্রলীগ নেতা নুর এ আলম তপন।

অন্যদিকে ছাত্রলীগ কমিটির মেয়াদ পাঁচ বছর পার হওয়ায় দেখা দিয়েছে গ্রুপিং। গ্রুপিংয়ের কারণে ছাত্রলীগের একই অনুষ্ঠান পৃথকভাবে পালন করতে দেখা যায়। আর এই গ্রুপিংয়ের জের ধরে ক্যাম্পাসে গত পাঁচ বছরে কমিটির সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি, মারামারি ও সংঘর্ষের মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে।

এর মধ্যে ২০১৯ সালের ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হন। পরে আহতদের ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ২০১৭ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা নিয়ে সবুজ ও রুবেলের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। এতে ৯ জন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আরও নানা অভিযোগ ও কর্মকাণ্ড পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বাকৃবি ছাত্রলীগের পদপ্রত্যাশী বর্তমান কমিটির একাধিক নেতা বলেন, ‘এক বছরের কমিটি পাঁচ বছর ধরে কোনোভাবেই থাকতে পারে না, যা ছাত্রলীগের গঠনতন্ত্রবিরোধী। ষষ্ঠ বছরে একটি কমিটি পদার্পণ করছে, এটি শুনতে মোটেও আমরা প্রস্তুত নই। কারণ এতে করে ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। গত পাঁচ বছরে এ কমিটির বেশির ভাগ সদস্য চাকরি ও বিয়ে করেছেন।’

তাঁরা আশা করছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত এ কমিটির বিষয়ে সিদ্ধান্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মী তৈরি করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘২০১৯ সালে জুন মাসে সম্মেলন করার কথা থাকলেও করোনার কারণে তা হয়নি। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি দিয়ে দেব।

বাকৃবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে মোবাইল ফোনে যোগাযোগ ও বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত