Ajker Patrika

রায়েন্দা-বড়মাছুয়া ফেরি চালু হচ্ছে আজ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ৫১
রায়েন্দা-বড়মাছুয়া ফেরি চালু হচ্ছে আজ

দীর্ঘ প্রতীক্ষিত শরণখোলার রায়েন্দা ও মঠবাড়ীয়ার বড়মাছুয়ার মধ্যে ফেরি চলাচল শুরু হচ্ছে আজ। এ ফেরির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। এ ফেরি চালু হলে অল্প সময়ে মানুষ খুলনা, মোংলা, বরিশাল, পিরোজপুর ও পায়রা বন্দর ও কুয়াকাটায় যাতায়াত করতে পারবেন।

আজ বুধবার বেলা ১১টায় পিরোজপুরের মঠবাড়ীয়ার সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী ও বাগেরহাট-৪ আসনের জাতীয় সাংসদ অ্যাডভোকেট আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে বলেশ্বর নদের দুইপাড়ে ফেরি চলাচলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রায়হান উদ্দিন শান্ত।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার বলেশ্বর নদীর দুই পাড়ের রায়েন্দা ও বড়মাছুয়ায় ফেরিঘাট অনুমোদন করেন। ইতিমধ্যে একটি ফেরি চলে এসেছে। মানুষ আশায় বুক বেঁধে ছিলেন কবে তাদের স্বপ্নের ফেরি চালু হবে।

ফেরিঘাট স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঠবাড়ীয়ার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কাইয়ুম হাওলাদার বলেন, এত দিন জীবনের ঝুঁকি নিয়ে এ অঞ্চলের মানুষ খেয়া নৌকায় বিশাল বলেশ্বর নদী পারাপার হয়ে যাতায়াত করত। এতে সময় ও অর্থ নষ্ট হতো। এখন ফেরি চালু হলে মঠাবাড়ীয়া, বামনা, মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটাসহ এ অঞ্চলের হাজার হাজার মানুষ সহজে বিভাগীয় শহর খুলনা বন্দর নগরী মোংলা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতসহ ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত