Ajker Patrika

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৬: ৫২
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় রূপসী গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধে নামেন শ্রমিকেরা। এ সময় সড়কের উভয় প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রূপসী গার্মেন্টসে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। কারখানাটি শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রেখেছে। ৩০ মার্চ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু ৩১ তারিখ সকালেও বেতন পরিশোধ না করায় প্রথমে কারখানার সামনে বিক্ষোভ ও পরে লিংক রোড অবরোধ করেন তাঁরা। বেলা দেড়টায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে অ্যাকশনে যায় পুলিশ। প্রথমে বিক্ষোভরত দুই শতাধিক শ্রমিককে লাঠিপেটা করে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েক মাস ধরেই বেতন বকেয়া রাখছে মালিকপক্ষ। তা ছাড়া এই গার্মেন্টসে ২৫ তারিখের আগে বেতন পরিশোধ করা হয় না। এভাবে দুই মাস পার হলেও বেতন দেওয়ার কোনো খবর নেই। বর্তমানে আমাদের ঘরে নেই খাবার, সামনে রমজানও শুরু হয়ে যাচ্ছে। আমরা বাসা ভাড়াও দিতে পারছি না। বাড়িওয়ালা বের হয়ে যেতে বলে। আমরা কোথায় যাব?

কারখানার এক নারী শ্রমিক বলেন, ‘গত ২০ মার্চ দুই মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। আজ না কাল এভাবে ঘুরাতে ঘুরাতে মাসের ৩১ তারিখ এসে পৌঁছেছে। এখন বলে আজ বেতন দেবে না। আবার বেতন চাইলে অপমান গালাগালি করে। আমরা বেতন ছাড়া কীভাবে চলব?’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এমএ শাহিন বলেন, বেতন বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ না দিয়ে আবারও ৭ এপ্রিল বেতনভাতা দেওয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপসহ গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমাদের প্রায় সাত শ্রমিক আহত হয়েছেন।

বকেয়া বেতনের বিষয়ে রূপসী গার্মেন্টসের সহকারী উপমহাব্যবস্থাপক নাছির উদ্দিন বলেন, ‘আমরা শ্রমিকদের বলেছি আগামী ৭ মার্চ বেতন পরিশোধ করা হবে। কিন্তু তারা সেটা মানেনি। পরে আগামী ৩ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।’

সংঘর্ষের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, ‘শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাবে কিছু কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়েছে। এতে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বেলা ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে।’

অবরোধের বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, ‘রূপসীর শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আমরা এই বিষয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি। মালিকপক্ষ আগামী রোববার বেতন দিতে রাজি হয়েছে। শ্রমিকদেরও আমরা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত