Ajker Patrika

খালেদাকে মুক্ত করার শপথ নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ২৫
খালেদাকে মুক্ত করার শপথ নিল বিএনপি

মহান বিজয় দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকে আমরা এখানে শপথ নিয়েছি যে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে, আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর এরই মধ্যে কয়েক দফায় তাঁর রক্তক্ষরণ হয়েছে। কয়েক দিন আগেও তাঁর থেমে থেমে রক্তক্ষরণ হয়েছে।

বিজয়ের ৫০ বছরের অর্জন প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা, যে স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই স্বাধীনতা এবং মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা দেখছি কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন প্রবর্তনের জন্য কাজ করছে। এ কারণে তারা দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে।’

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির ঘটনা স্বাধীনতার পঞ্চাশ বছরে সবচেয়ে বড় লজ্জার বলে মন্তব্য করেন ফখরুল ইসলাম। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরং হারিয়েছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে একটা ব্যবস্থা করা হয়েছিল সেটাও তারা (সরকার) বাতিল করে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত