Ajker Patrika

মায়ের ভাষা খোদার সেরা দান

ড. এ এন এম মাসউদুর রহমান
মায়ের ভাষা খোদার সেরা দান

মানুষ যা দিয়ে মনের ভাব বিনিময় করে, তাই ভাষা। ভাষা মনে বাহক। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এর মধ্যে মানুষই কেবল যথাযথ মনের ভাব প্রকাশ করতে পারে। পৃথিবীতে যত ভাষা আছে, সব ভাষার স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা। তিনি মানুষকে বিভিন্ন ভাষাভাষী করে সৃষ্টি করেছেন, যেন মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। এটি মহান আল্লাহর একটি নিদর্শন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে।’ (সুরা রুম: ২২)

ইবনুল জাওযি (রহ.) বলেন, ‘বিভিন্ন ভাষার উদ্দেশ্য হলো আরব-অনারবের রকমারি ভাষা এবং ভিন্ন ভিন্ন স্বর। কেননা সহোদর ভাইয়ের ভাষা এক হলেও তাদের স্বর ভিন্ন হয়ে থাকে। অথচ তাদের বাবা-মা এক। এসব বৈচিত্র্যময় ভাষা ও বর্ণের স্রষ্টা স্বয়ং আল্লাহ।’ (যাদুল মাসির)

কথা বলার ক্ষমতা আল্লাহ প্রদত্ত একটি নেয়ামত। যার বাক্শক্তি নেই সেই কেবল মনের কষ্ট অনুভব করতে পারে এবং কথার মাধ্যমে ভাব বিনিময়ের গুরুত্ব বুঝতে পারে। তাই আল্লাহ তাআলা মানবজাতিকে ভাষা শিক্ষা দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তালা বলেন, ‘তিনি মানুষকে শিখিয়েছেন ভাষা।’ (সুরা রহমান: ৪) 
সুদ্দি (রহ.) বলেন, ‘আল্লাহ প্রত্যেক জাতিগোষ্ঠীকে ভাষা দান করেছেন এবং রাসুলদের নিজ নিজ জাতির ভাষায় পাঠিয়েছেন।’ আল্লাহ বলেন, ‘আর আমি প্রত্যেক রাসুলকে তাঁর জাতির ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়।’ (সুরা ইবরাহিম: ৪)

মনের ভাব প্রকাশ করার জন্য মায়ের ভাষার বিকল্প নেই। তাই মায়ের ভাষা খোদার সেরা দান।

ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত