Ajker Patrika

আজ থেকে ‘গাঁটছড়া’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ০২
আজ থেকে ‘গাঁটছড়া’

স্টার জলসার পর্দায় গতকাল ছিল ‘শ্রীময়ী’র শেষ পর্ব। আর দেখা যাবে না শ্রীময়ী ও জুন আন্টির বিবাদ। রোহিত সেনের মৃত্যুর মধ্য দিয়ে তিন বছরের বেশি সময়ের যাত্রা শেষ করল ধারাবাহিকটি। ‘শ্রীময়ী’ ভক্তদের তাই মন খারাপ। তাঁদের মন ভালো করে দিতে আজ থেকে চ্যানেলটিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। আলাদা পরিবারের তিন ভাই ও তিন বোনের তিনটি জুটির গল্প বলবে সিরিয়ালটি।

‘গাঁটছড়া’ যেন এক সুতোয় তিনটি গল্প বাঁধা। ভট্টাচার্য পরিবারের তিন বোন, যাঁরা সিংহ রায় পরিবারের তিন ভাইয়ের জীবনের সঙ্গে জড়িয়ে পড়বেন এক বিশেষ ঘটনার মাধ্যমে। ভট্টাচার্য পরিবারের এই তিন বোন হলেন দ্যুতি, খড়ি ও বনি। তারা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। অন্যদিকে সিংহ রায় পরিবারের হীরার ব্যবসা। প্রচুর প্রভাব-প্রতিপত্তি তাদের। সেই বাড়ির তিন ভাই ঋদ্ধিমান, রাহুল ও কুনাল।

‘গাঁটছড়া’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি রায়। খড়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে সিংহ রায় বাড়ির বড় ছেলে ঋদ্ধিমানের চরিত্রে আছেন গৌরব চট্টোপাধ্যায়।

মেজ ভাই রাহুলের চরিত্রে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায় আর ছোট ভাই কুনাল হিসেবে আছেন রিয়াজ লস্কর।

স্টার জলসার পর্দায় আজ থেকে বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত