Ajker Patrika

নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ৫৯
নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

তাকে পুনরায় নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ ও চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীরা।

গত বুধবার বিকেলে নকলা উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় গনপদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আহম্মদ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমির হামজা, সাবেক ছাত্রলীগ নেতা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাইফুল ইসলাম সরকার লিটন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাশেদ এবং যুবলীগ নেতা আশরাফুজ্জামান রাসেল প্রমুখ বিক্ষোভে অংশ নেন।

এ সময় তারা বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুলের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। তবে শামছুর রহমান আবুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

জনা গেছে, সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ এই ইউনিয়নের প্রায় তিন হাজার নারী-পুরুষ অংশ হন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুল জনবিচ্ছিন্ন। তিনি পরিষদে না গিয়ে বাড়ির সামনে ভ্রাম্যমাণ পরিষদ বানিয়ে কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া এ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সমর্থিত ছয়জন ইউপি সদস্যকে সরকারি বরাদ্দ সমভাবে বণ্টন না করে অন্য ইউপি সদস্যদের বণ্টন করে দেন। এতে এই ইউনিয়নের ইউপি সদস্যরা বিপাকে রয়েছেন।

এ ছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয় ও গ্রাম পুলিশের নিয়োগে বাণিজ্য করেছেন। সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন তুলতে গেলেও পাঁচ-ছয়শত টাকা করে নেন। তারা আরও বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপেক্ষা করে আবুল গত পাঁচবছর কাজ করেছেন। বর্তমান চেয়ারম্যান জনগণকে বিভিন্নভাবে হয়রানি করেছেন দিনের পর দিন। প্রতিবাদ করতে গেলে নানাভাবে হুমকিও দিয়েছেন। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় মনোনয়নপ্রত্যাশী ৫ জন আওয়ামী লীগ নেতা জানান, যদি আমির হামজাকে নৌকা প্রতীক না দেওয়া হয় তাহলে বিপুল ভোটে নৌকা ভরাডুবি হবে এই ইউনিয়নে। তারা আরও অভিযোগ করেন, শামছুর রহমান আবুল আওয়ামী বিরোধী পরিবারের সদস্য। শুধু তিনি ছাড়া তার বাড়ির আর কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন না।

তবে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুর রহমান আবুল বলেন, আমাকে হেয় করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত