Ajker Patrika

উদ্বোধনের ১০ মাসেও শুরু হয়নি কাজ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২: ৫৭
উদ্বোধনের ১০ মাসেও শুরু হয়নি কাজ

পাইকগাছার কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত বছরের ৯ ডিসেম্বর। এ কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্তই শেষ। মন্ত্রীর উদ্বোধনের ১০ মাস অতিবাহিত হলেও এখনো শুরু হয়নি নির্মাণকাজ। জমির জটিলতায় কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ২০২০ সালের ৯ ডিসেম্বর পাইকগাছায় কপিলমুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধনের কয়েক দিন পর অমিত সাধু নামে একজন নিজের জায়গা দাবি করে জায়গাটি দখল করে নেন। সে থেকেই মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের নির্মাণকাজ ঝুলে যায়।

এদিকে গত শনিবার দুপুরে পাইকগাছা কয়রার সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জমি সংক্রান্ত বিরোধ নিরসন হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কপিলমুনি কপোতাক্ষ বাইপাস সড়ক সংলগ্ন কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন স্থলে জরিপকাজের জায়গা নির্ধারণ করা হয়। এ সময় সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, জাতির জনকের নামে এখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হবে। এখানে কারও কোনো অজুহাত ও সুপারিশ চলবে না।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপ-পুলিশ পরিদর্শক এফএম মোস্তাফিজুর রহমান ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার।

জরিপের জায়গা নির্ধারণ কাজে আরও উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে, জি এম হেদায়েত আলী টুকু, রাজ্জাক রাজু, মুন্সী রেজাউল করিম মহব্বত, শেখ আব্দুস সালাম, এস এম আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন বুলু, ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, সৈয়দ সালাম উল্লাহ, কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই আব্দুল আলীম, কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আব্দুস সবুর, অফিস সহকারী নাজমুল হোসেন লিটু প্রমুখ। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, আপাতত জমি নিয়ে মীমাংসা হয়েছে। যারা এ জমি দাবি করছিল তারা মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের অনুমতি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত