Ajker Patrika

রিয়ালের জয়ে অনন্য বেনজেমা

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫: ৫০
রিয়ালের জয়ে অনন্য বেনজেমা

এই মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন করিম বেনজেমা! ম্যাচের পর ম্যাচে গোল করে চলেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। পরশু শনিবার রাতেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ৪-১ গোলের জয়ে বেনজেমার কাছ থেকে এসেছে জোড়া গোল। দলকে জিতিয়ে ব্যক্তিগত মাইলফলকেও অনন্য উচ্চতা স্পর্শ করেছেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়ালের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে বেনজেমা স্পর্শ করেছেন ৩০০ গোলের মাইলফলক।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম গোল পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে স্পর্শ করেন রিয়ালের জার্সিতে ৩০০ গোলের নতুন এক উচ্চতা। ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন দারুণ ছন্দে থাকা আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রও। ৫২ ও ৬১ মিনিটে জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে ব্যবধান কমান গনসালো গুয়েদেস। আর ৮৮ মিনিটে এবারের লিগে নিজের ১৭তম গোলটি করেন বেনজেমা। এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান সুদৃঢ় করেছে রিয়াল।

 রিয়ালের দাপটের রাতে হতাশ করেছে বার্সালোনা। গ্রানাদার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ১০ জনের বার্সা। কিন্তু শেষ মুহূর্তে আন্তোনিও পুয়ের্তাসের গোলে জয় হাতছাড়া হয় কাতালান পরাশক্তিদের। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে গাভির মাঠ ছাড়াকেই ড্রয়ের কারণ উল্লেখ করে বার্সা তারকা সার্জিও বুসকেটস বলেন, ‘ওই লাল কার্ড আমাদের কাজটা কঠিন করে ফেলে। সেটিই গোটা ম্যাচের চিত্র বদলে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত