নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ডের বার্মিংহাম হয়ে তুরস্কের কনিয়া-পরপর বড় দুই আসর শেষে দেশে ফেরার পথে বাংলাদেশের অ্যাথলেটরা। কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমস থেকে বাংলাদেশের প্রাপ্তির অংশে বলতে গেলে প্রায় পুরোটাই ফাঁকা। দেশের মুখরক্ষা করেছেন কেবল তিরন্দাজেরা।
কমনওয়েলথে ৭ ও ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের অ্যাথলেটরা অংশ নিয়েছেন ১১ ডিসিপ্লিনে। কমনওয়েলথ গেমস থেকে কিছুই মেলেনি। সলিডারিটি গেমসে পদক এসেছে কেবল আর্চারি থেকে। আর্চারি ছাড়া আশার আলো দেখিয়েছেন কেবল স্প্রিন্টার ইমরানুর রহমান ও টেবিল টেনিসের খেলোয়াড়েরা। ইমরান জানান দিয়েছেন, সঠিক পরিচর্যার সুযোগ করে দিলে আন্তর্জাতিক অ্যাথলেটে বাংলাদেশকে বড় সাফল্য এনে সম্ভব তাঁর পক্ষে। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানের বাংলাদেশের সেরা টাইমিং ১০ দশমিক ০১ সেকেন্ড সময় আর সেরা ছয়ে জায়গা করে নেওয়া অন্তত ইঙ্গিত করে সেটাই। ভালো মানের কোচ আর নিয়মিত অনুশীলনের সুযোগ করে দিলে সাফল্য পাওয়া সম্ভব, সেই বার্তা মিলেছে টেবিল টেনিস থেকে।
তিন পদক আর একক প্রতিযোগিতায় সেরা আটে থাকাটা সম্মানজনক। তবে সারসংক্ষেপে একে সাফল্য বলা যাবে না। তুরস্কে আমাদের লক্ষ্য এমন ছিল না। যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়নি।
সলিডারিটি গেমসে বাংলাদেশের তিন পদকের সবগুলোই এসেছে আর্চারি থেকে। গেমসের শেষ দিনে লাল-সবুজের প্রতিনিধি হয়েছেন তিরন্দাজেরা। এক রুপা ও দুই ব্রোঞ্জ নিয়ে মুখরক্ষা করা গেলেও আসলেই কী সফল তিরন্দাজেরা। কোচ মার্টিন ফ্রেডরিখের কথা অন্তত সেটা প্রমাণ করে না। আর্চারির জার্মান কোচ আজকের পত্রিকাকে বললেন, ‘তিন পদক আর একক প্রতিযোগিতায় সেরা আটে থাকাটা সম্মানজনক। তবে সারসংক্ষেপে একে সাফল্য বলা যাবে না। তুরস্কে আমাদের লক্ষ্য এমন ছিল না। যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়নি।’
লক্ষ্য বলতে যে সোনা জয়কেই বুঝিয়েছেন ফ্রেডরিখ, তা ব্যাখ্যা না করলেও চলছে। সলিডারিটি গেমসে স্বাগতিক তুরস্কের পর আর্চারির রিকার্ভ ইভেন্টে সবচেয়ে অভিজ্ঞ দলটাই ছিল বাংলাদেশের। সেই দলটাই মূলত সবচেয়ে বেশি হতাশ করেছে কোচকে। রিকার্ভ ও কম্পাউন্ড—দুই ইভেন্টেই স্বাগতিক তুরস্কের কাছেই সবচেয়ে বেশি পদক হারিয়েছে বাংলাদেশ। রিকার্ভের নারী-পুরুষ ইভেন্টে দুই ব্রোঞ্জ এসেছে কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি খোদ তিরন্দাজেরাও। বছরজুড়েই বড় টুর্নামেন্টগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা রোমান সানা-দিয়া সিদ্দিকীরা একক ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি। বরং আন্তর্জাতিক ইভেন্টে তুলনামূলক কম অভিজ্ঞতা থাকা কম্পাউন্ডের নারী তিরন্দাজেরা এনে দিয়েছেন রুপা। যদিও তুরস্ক আর বাংলাদেশ ছাড়া কম্পাউন্ড নারীতে আর কোনো দলও ছিল না ফাইনালে ওঠার লড়াইয়ে। থাকলে হয়তো এই পদকটাও পায় না বাংলাদেশ।
চীন, ভারতের মতো বড় দলগুলোর অনুপস্থিতির পরও সোনা জিততে না পারাটা কী আর্চারির জন্য কোনো অশনিসংকেত? একক ইভেন্টে আর্চারির পোস্টারবয় রোমান সানার খাবি খাওয়াটাও মনে জাগায় শঙ্কা। প্রিয় শিষ্যকে আড়াল করে আরও ভালো করার সুযোগ দেখছেন মার্টিন ফ্রেডরিখ। বললেন, ‘রোমান নিজেও ভালো করতে উন্মুখ। হয়তো এ কারণেই কিছুটা স্নায়ুচাপে ভুগছে। সে নিজ থেকেই অনেক দায়িত্ব নিয়ে নেয়। সামনে আমাদের এশিয়া কাপ আছে। আমরা চাই, ঘুরে দাঁড়াতে।’
ইংল্যান্ডের বার্মিংহাম হয়ে তুরস্কের কনিয়া-পরপর বড় দুই আসর শেষে দেশে ফেরার পথে বাংলাদেশের অ্যাথলেটরা। কমনওয়েলথ ও ইসলামিক সলিডারিটি গেমস থেকে বাংলাদেশের প্রাপ্তির অংশে বলতে গেলে প্রায় পুরোটাই ফাঁকা। দেশের মুখরক্ষা করেছেন কেবল তিরন্দাজেরা।
কমনওয়েলথে ৭ ও ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের অ্যাথলেটরা অংশ নিয়েছেন ১১ ডিসিপ্লিনে। কমনওয়েলথ গেমস থেকে কিছুই মেলেনি। সলিডারিটি গেমসে পদক এসেছে কেবল আর্চারি থেকে। আর্চারি ছাড়া আশার আলো দেখিয়েছেন কেবল স্প্রিন্টার ইমরানুর রহমান ও টেবিল টেনিসের খেলোয়াড়েরা। ইমরান জানান দিয়েছেন, সঠিক পরিচর্যার সুযোগ করে দিলে আন্তর্জাতিক অ্যাথলেটে বাংলাদেশকে বড় সাফল্য এনে সম্ভব তাঁর পক্ষে। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানের বাংলাদেশের সেরা টাইমিং ১০ দশমিক ০১ সেকেন্ড সময় আর সেরা ছয়ে জায়গা করে নেওয়া অন্তত ইঙ্গিত করে সেটাই। ভালো মানের কোচ আর নিয়মিত অনুশীলনের সুযোগ করে দিলে সাফল্য পাওয়া সম্ভব, সেই বার্তা মিলেছে টেবিল টেনিস থেকে।
তিন পদক আর একক প্রতিযোগিতায় সেরা আটে থাকাটা সম্মানজনক। তবে সারসংক্ষেপে একে সাফল্য বলা যাবে না। তুরস্কে আমাদের লক্ষ্য এমন ছিল না। যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়নি।
সলিডারিটি গেমসে বাংলাদেশের তিন পদকের সবগুলোই এসেছে আর্চারি থেকে। গেমসের শেষ দিনে লাল-সবুজের প্রতিনিধি হয়েছেন তিরন্দাজেরা। এক রুপা ও দুই ব্রোঞ্জ নিয়ে মুখরক্ষা করা গেলেও আসলেই কী সফল তিরন্দাজেরা। কোচ মার্টিন ফ্রেডরিখের কথা অন্তত সেটা প্রমাণ করে না। আর্চারির জার্মান কোচ আজকের পত্রিকাকে বললেন, ‘তিন পদক আর একক প্রতিযোগিতায় সেরা আটে থাকাটা সম্মানজনক। তবে সারসংক্ষেপে একে সাফল্য বলা যাবে না। তুরস্কে আমাদের লক্ষ্য এমন ছিল না। যে লক্ষ্য ছিল সেটা পূরণ হয়নি।’
লক্ষ্য বলতে যে সোনা জয়কেই বুঝিয়েছেন ফ্রেডরিখ, তা ব্যাখ্যা না করলেও চলছে। সলিডারিটি গেমসে স্বাগতিক তুরস্কের পর আর্চারির রিকার্ভ ইভেন্টে সবচেয়ে অভিজ্ঞ দলটাই ছিল বাংলাদেশের। সেই দলটাই মূলত সবচেয়ে বেশি হতাশ করেছে কোচকে। রিকার্ভ ও কম্পাউন্ড—দুই ইভেন্টেই স্বাগতিক তুরস্কের কাছেই সবচেয়ে বেশি পদক হারিয়েছে বাংলাদেশ। রিকার্ভের নারী-পুরুষ ইভেন্টে দুই ব্রোঞ্জ এসেছে কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি খোদ তিরন্দাজেরাও। বছরজুড়েই বড় টুর্নামেন্টগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা রোমান সানা-দিয়া সিদ্দিকীরা একক ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি। বরং আন্তর্জাতিক ইভেন্টে তুলনামূলক কম অভিজ্ঞতা থাকা কম্পাউন্ডের নারী তিরন্দাজেরা এনে দিয়েছেন রুপা। যদিও তুরস্ক আর বাংলাদেশ ছাড়া কম্পাউন্ড নারীতে আর কোনো দলও ছিল না ফাইনালে ওঠার লড়াইয়ে। থাকলে হয়তো এই পদকটাও পায় না বাংলাদেশ।
চীন, ভারতের মতো বড় দলগুলোর অনুপস্থিতির পরও সোনা জিততে না পারাটা কী আর্চারির জন্য কোনো অশনিসংকেত? একক ইভেন্টে আর্চারির পোস্টারবয় রোমান সানার খাবি খাওয়াটাও মনে জাগায় শঙ্কা। প্রিয় শিষ্যকে আড়াল করে আরও ভালো করার সুযোগ দেখছেন মার্টিন ফ্রেডরিখ। বললেন, ‘রোমান নিজেও ভালো করতে উন্মুখ। হয়তো এ কারণেই কিছুটা স্নায়ুচাপে ভুগছে। সে নিজ থেকেই অনেক দায়িত্ব নিয়ে নেয়। সামনে আমাদের এশিয়া কাপ আছে। আমরা চাই, ঘুরে দাঁড়াতে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪