Ajker Patrika

‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি ৬৯ বছরেও’

রাবি প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ৩৪
‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি ৬৯ বছরেও’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ জুলাই। দেশের উত্তরাঞ্চলের জনগণের পশ্চাৎপদতা কাটিয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য সামনে রেখে ১৯৫৩ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। নানা চড়াই-উতরাই পার করে আজ ৭০ বছরে পা রেখেছে দেশের প্রাচীন এই বিদ্যাপীঠ।

দীর্ঘ ৬৯ বছরে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যায় কলেবর বাড়লেও শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকেরা। তাঁরা বলছেন, মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু একটি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, গবেষণা ও অবকাঠামোসহ বিভিন্ন দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘এই ৬৮ বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের নীতিনির্ধারকেরা কোনো সময়ই শিক্ষাকে খুব বেশি গুরুত্ব দেননি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতা, নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা, দুর্নীতি ইত্যাদি কারণে আমরা অনেকখানি পিছিয়ে গেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্নীতিগ্রস্ত এবং শিক্ষক নিয়োগ নীতিমালা বিতর্কিত হওয়ার কারণেও আমাদের বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।’

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিন পার হলেও মৌলিক গবেষণায় আমরা অনেকখানি পিছিয়ে আছি। অনেকেই হয়তো কাজ করছেন, কিন্তু সামগ্রিক সাফল্যের জন্য যে পরিবেশ দরকার, সেটি এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে এর পেছনে এককভাবে কেউ দায়ী নয়। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো বিশ্বমানের হয়ে ওঠেনি। আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমরা এসব সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, শিগগির এ সমস্যা কাটিয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত