Ajker Patrika

১০০ কোটি টাকার কাজ করেছি তৈমূরের ওয়ার্ডে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৯: ৩৬
১০০ কোটি টাকার কাজ করেছি তৈমূরের ওয়ার্ডে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আমার বিগত সময়ে এত উন্নয়নের কাজ করেছি তবুও তৈমূর আলম খন্দকার বারবার বলছেন, আমি নাকি কোনো কাজই করি নাই। তিনি হয়তো রাজনীতির কারণে এ কথা বলছেন। তিনি যে ১৩ নম্বর ওয়ার্ডে থাকেন ওই ওয়ার্ডে আমি প্রায় ১০০ কোটি টাকারও বেশি কাজ করেছি।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, ‘আমার সিটি করপোরেশনের এমন কোনো ওয়ার্ড নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নি। নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল পার্ক, বাবুরাইল লেক ও সিদ্ধিরগঞ্জ লেকের কাজ চলছে। এই কাজগুলো শেষ হলে নগরবাসী প্রাণভরে নিশ্বাস নিতে পারবে।’

আইভী আরও বলেন, আওয়ামী লীগ অনেক বড় একটি দল। বিএনপি নিয়ে আওয়ামী লীগের এত মাথাব্যথা নেই যে, তৈমূর আলমের সঙ্গে বিএনপি নেতারা আছে, না-কি নাই। আমার আওয়ামী লীগের নেতা–কর্মীরা জনগণের কাছে ভোট চাইতে ব্যস্ত, কারণ আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। আমি সার্বক্ষণিক ভোটারদের সঙ্গে কথা বলছি, তাদের কি কি সমস্যা আছে, কি কি চায়? আমরা সব সময় ভোটারদের নিয়ে চিন্তা করি সে (তৈমূর আলম খন্দকার) কি বলল তা নিয়ে নয়।’

এ মেয়র প্রার্থী বলেন, ‘আমি বিগত সময়ে ড্রেন, রাস্তাঘাটের ব্যাপক কাজ করেছি। এখন আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে খেলার মাঠের ব্যবস্থা করা, সুপেয় পানি সরবরাহ করা এবং চিত্তবিনোদনের জন্য পর্যাপ্ত পার্কের ব্যবস্থা করা। আমি নির্বাচিত হলে যেসব বড় বড় কাজ চলমান রয়েছে, সেগুলোর কাজ তাড়াতাড়ি শেষ করব।

সেলিানা হায়াৎ আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত