Ajker Patrika

পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৬
পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ময়মনসিংহে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন এক তরুণী। এ ঘটনায় বাদীর জবানবন্দি শেষে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন আদালত।

মো. সাদ্দাম হোসেন নামের ওই কনস্টেবল ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার একটি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন প্রেমের নামে ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। পরে আবারও বিয়ের প্রলোভন ও খুন-জখমের ভয় দেখিয়ে গত ২ জুলাই ধর্ষণ করেন।

এদিকে ওই তরুণী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যান। পরে তরুণী তাঁর পরিবারকে বিষয়টি জানান ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। তবে এরপরও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেছেন। তবে এ বিষয়ে মো. সাদ্দাম হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে বাদীর আইনজীবী মতিউর রহমান ফয়সাল বলেন, ‘আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের আশ্বাসে বারবার ধর্ষণের অভিযোগে পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা এ ঘটনার ন্যায়বিচার আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

অযাচিতভাবে ডাকসুর ভোট চাওয়ায় কর্মীকে বহিষ্কার করল ছাত্রদল

ফেসবুক পোস্ট নিয়ে হাটহাজারীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি, যুবক আটক

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত