Ajker Patrika

বিএনপির ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ০৭
বিএনপির ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও বিএনপি সমর্থক সুলতান মিয়া।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, গত রোববার সন্ধ্যায় আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে পুলিশ বিএনপির দলীয় কার্যালয় তছনছ করে। পরে রাতেই নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে পৌর বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শিদ আলম বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি জানান, বিএনপি কার্যালয় থেকে ৫টি তাজা ককটেল কিছু চেয়ার, সাউন্ড সিস্টেম ও নম্বরবিহীন ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল। এ অনুষ্ঠান চলাকালে কোনো কারণ ছাড়াই ৪০-৫০ জনের পুলিশের দল বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করে এবং শতাধিক চেয়ার ও ৬টি মোটরসাইকেল তুলে নিয়ে যায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত