Ajker Patrika

তীব্র গরমে বাড়ছে রোগবালাই

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬: ২২
তীব্র গরমে বাড়ছে রোগবালাই

মৌলভীবাজারে তীব্র গরম ও রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে একটানা বিকেল পর্যন্ত তা অব্যাহত থাকে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ডায়রিয়া। পানিশূন্যতাসহ গরমের কারণে অসুস্থ হয়ে অনেকেই ছুটছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে শিশুরোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়াসহ জ্বর-সর্দি কাশির মতো নানা সমস্যা নিয়ে অভিভাবকেরা শিশুদের নিয়ে আসছেন। এ ছাড়া বিভিন্ন চিকিৎসকের চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোয় রোগীদের ভিড় বেড়েছে। হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ।

বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রা অসহনীয়ভাবে বেড়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের। পাশাপাশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে রয়েছেন।

তাপমাত্রা বেশি হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। কাজের চাপে বাড়ি থেকে বের হলেও স্বস্তি পেতে কোথাও না কোথাও বিশ্রাম নিতে হয়। গরম থেকে মুক্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর শরবত, আখের রস, ডাবের পানি পান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফার্মাসিস্ট হেবজুল বারী বলেন, ‘এই কয়দিন ধরে আমরা যে প্রেসক্রিপশন পাচ্ছি অধিকাংশই, জ্বর-সর্দি, কাশির ওষুধ লেখা। সঙ্গে ডায়রিয়া আক্রান্ত রোগীদেরও প্রেসক্রিপশন পাচ্ছি। এসব রোগীদের জন্য সাধারণ নিরাময়যোগ্য ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।’

শহরের রিকশাচালক কালাম আলী বলেন ‘সকালে রিকশা নিয়ে বের হইছি।এদিকে গরম বেশি থাকায় দিনের বেলা রাস্তায় কম মানুষ বের হয়। এমন অবস্থায় ভাড়াও পাই না।’

সম্প্রতি জ্বর থেকে সেরে ওঠা এক তরুণী আসমা উল হুসনা বলেন, আমি তিন দিন ক্লিনিকে ছিলাম। কিছুদিন হলো জ্বর সেরে উঠেছি। এখন আমার পরিবারে তিনজন জ্বর সর্দি ও শুকনো কাশিতে আক্রান্ত।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায় গতকাল মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কে এম হুমায়ুন কবির বলেন, এই গরমে বেশি রাগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত