শাহীন রহমান, পাবনা
মৌলভীবাজারে তীব্র গরম ও রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে একটানা বিকেল পর্যন্ত তা অব্যাহত থাকে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ডায়রিয়া। পানিশূন্যতাসহ গরমের কারণে অসুস্থ হয়ে অনেকেই ছুটছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে শিশুরোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়াসহ জ্বর-সর্দি কাশির মতো নানা সমস্যা নিয়ে অভিভাবকেরা শিশুদের নিয়ে আসছেন। এ ছাড়া বিভিন্ন চিকিৎসকের চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোয় রোগীদের ভিড় বেড়েছে। হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ।
বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রা অসহনীয়ভাবে বেড়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের। পাশাপাশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে রয়েছেন।
তাপমাত্রা বেশি হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। কাজের চাপে বাড়ি থেকে বের হলেও স্বস্তি পেতে কোথাও না কোথাও বিশ্রাম নিতে হয়। গরম থেকে মুক্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর শরবত, আখের রস, ডাবের পানি পান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ফার্মাসিস্ট হেবজুল বারী বলেন, ‘এই কয়দিন ধরে আমরা যে প্রেসক্রিপশন পাচ্ছি অধিকাংশই, জ্বর-সর্দি, কাশির ওষুধ লেখা। সঙ্গে ডায়রিয়া আক্রান্ত রোগীদেরও প্রেসক্রিপশন পাচ্ছি। এসব রোগীদের জন্য সাধারণ নিরাময়যোগ্য ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।’
শহরের রিকশাচালক কালাম আলী বলেন ‘সকালে রিকশা নিয়ে বের হইছি।এদিকে গরম বেশি থাকায় দিনের বেলা রাস্তায় কম মানুষ বের হয়। এমন অবস্থায় ভাড়াও পাই না।’
সম্প্রতি জ্বর থেকে সেরে ওঠা এক তরুণী আসমা উল হুসনা বলেন, আমি তিন দিন ক্লিনিকে ছিলাম। কিছুদিন হলো জ্বর সেরে উঠেছি। এখন আমার পরিবারে তিনজন জ্বর সর্দি ও শুকনো কাশিতে আক্রান্ত।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায় গতকাল মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কে এম হুমায়ুন কবির বলেন, এই গরমে বেশি রাগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
মৌলভীবাজারে তীব্র গরম ও রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে একটানা বিকেল পর্যন্ত তা অব্যাহত থাকে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ডায়রিয়া। পানিশূন্যতাসহ গরমের কারণে অসুস্থ হয়ে অনেকেই ছুটছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে শিশুরোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়াসহ জ্বর-সর্দি কাশির মতো নানা সমস্যা নিয়ে অভিভাবকেরা শিশুদের নিয়ে আসছেন। এ ছাড়া বিভিন্ন চিকিৎসকের চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোয় রোগীদের ভিড় বেড়েছে। হাসপাতাল এখন রোগীতে পরিপূর্ণ।
বৃষ্টিপাত না হওয়ায় গরমের মাত্রা অসহনীয়ভাবে বেড়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক ও শিশুদের। পাশাপাশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে রয়েছেন।
তাপমাত্রা বেশি হওয়ায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। কাজের চাপে বাড়ি থেকে বের হলেও স্বস্তি পেতে কোথাও না কোথাও বিশ্রাম নিতে হয়। গরম থেকে মুক্তি পেতে রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর শরবত, আখের রস, ডাবের পানি পান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ফার্মাসিস্ট হেবজুল বারী বলেন, ‘এই কয়দিন ধরে আমরা যে প্রেসক্রিপশন পাচ্ছি অধিকাংশই, জ্বর-সর্দি, কাশির ওষুধ লেখা। সঙ্গে ডায়রিয়া আক্রান্ত রোগীদেরও প্রেসক্রিপশন পাচ্ছি। এসব রোগীদের জন্য সাধারণ নিরাময়যোগ্য ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।’
শহরের রিকশাচালক কালাম আলী বলেন ‘সকালে রিকশা নিয়ে বের হইছি।এদিকে গরম বেশি থাকায় দিনের বেলা রাস্তায় কম মানুষ বের হয়। এমন অবস্থায় ভাড়াও পাই না।’
সম্প্রতি জ্বর থেকে সেরে ওঠা এক তরুণী আসমা উল হুসনা বলেন, আমি তিন দিন ক্লিনিকে ছিলাম। কিছুদিন হলো জ্বর সেরে উঠেছি। এখন আমার পরিবারে তিনজন জ্বর সর্দি ও শুকনো কাশিতে আক্রান্ত।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায় গতকাল মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. কে এম হুমায়ুন কবির বলেন, এই গরমে বেশি রাগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে ভয় পাওয়ার কিছু নেই। সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫